নরসিংদীর চরাঞ্চল করিমপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে যায়, এতে সুমাইয়া আক্তার (৬) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ মার্চ) সকালে সদর উপজেলার করিমপুর ইউনিয়নের রসুলপুর ঈদগাঁপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সুমাইয়া ওই এলাকার মনির হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানান, সকালে হঠাৎ করে রসুলপুর ঈদগাঁপাড়ার মনির হোসেনের বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ঘরটি সমস্তটাই পুড়ে যায়। এসময় ঘরে ঘুমিয়ে থাকা শিশু সন্তান সুমাইয়া আক্তার আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডের সময় শিশুটির বাবা মনির হোসেন মাছ ধরার কাজে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর এলাকায় মেঘনা নদীতে ছিলেন। শিশুটির মা বাড়ির পাশের কৃষিজমিতে কাজে বের হয়েছিলেন। বৈদ্যুতিক শর্টসার্কিট হতে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন স্থানীয়রা। দরিদ্র পরিবারটির আগুনে ক্ষয়ক্ষতি ও শিশু সন্তানের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
করিমপুর নৌ ফাঁড়ি পুলিশের পরিদর্শক সাইদুর রহমান জানান, সকালে মেয়েটি ঘরেই অবস্থান করছিল। বাবা-মা কেউ ঘরে না থাকায় অগ্নিকাণ্ডে বসতঘরের পাশাপাশি মেয়েটিও ভস্মীভূত হয়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করেন তাঁরা।