রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের দুই সদস্যকে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন মোহতাসিন বিল্লাহ ও মাহমুদুল হাসান।
শনিবার (৮ মার্চ) দুপুরে আসামিদের একদিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালত শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে শুক্রবার (৭ মার্চ) এই দুই আসামিসহ ৩ জনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আরেক আসামি হলেন মনিরুল ইসলাম। তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা বা সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য এবং জনসাধারণের মাঝে আতঙ্ক সৃষ্টি, উগ্রবাদী মতাদর্শ প্রচারের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ও নাশকতা ঘটানোর উদ্দেশ্যে ৭ মার্চ শুক্রবার জুমার নামাজের পর বাইতুল মোকাররম উত্তর গেটে মার্চ ফর খেলাফত কর্মসূচি ঘোষণা করে।
এ জন্য উত্তরা পশ্চিম থানাধীন ১১নং সেক্টরস্থ ১৬নং রোডের ৪৬নং বাসার ২য় তলায় আসামি মোহতাসিন বিল্লাহর (৪০) বাসায় একত্রিত হয়ে শলাপরামর্শ করে। এ ঘটনায় অভিযান চালিয়ে ৭ মার্চ রাত ১২টা ৫ মিনিটে দুজনকে আটক করা হয়। অন্য আসামিরা কৌশলে পালিয়ে যায়।
পরে ০৭ মার্চ রাত সাড়ে ১২টায় উত্তরা পশ্চিম থানাধীন ১২নং সেক্টরস্থ ১/এনং রোডের ১৬ নম্বর বাসার ৪ নম্বর ফ্ল্যাট থেকে আসামি মাহমুদুল হাসানকে (২১) আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা সরকার ঘোষিত নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের সক্রিয় সদস্য বলে জানায়।
এমআর