ছাগল চুরির সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। শুক্রবার (৭ মার্চ ) দুপুরে ফরিদপুরের বোয়ালমারীতে এ ঘটনা ঘটে। শনিবার (৮ মার্চ) এ তথ্য নিশ্চিত করেন বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান।
মামলা সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে ভাঙ্গার মাধবপুর গ্রামের দাউদের স-মিলের সামনে থেকে শফিকুলের দুটি বকনা ছাগল চুরি করে পিকআপে পালানোর সময় চতুল ইউনিয়নের রাজাপুর বাজারে পৌঁছালে স্থানীয়রা তাদের আটক করে। এ ঘটনায় ছাগলের মালিক শফিকুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেন।
আটকরা হলেন, ভাঙ্গা উপজেলার মাধবপুর গ্রামের আয়নাল শেখের ছেলে আব্দুর রাজ্জাক শেখ (২৫), হোগলাকান্দি গ্রামের মোস্তফা মাতুব্বরের ছেলে রাসেল মাতুব্বর (২৫) ও হাসামদিয়া গ্রামের মৃত তোরাফ শেখের ছেলে সেন্টু শেখ (২৭)।
ওসি মাহমুদুল হাসান বলেন, ছাগল চুরির ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের শনিবার ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।
এসএম