দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৪টি গ্রেনেডসহ রাজবাড়ীর বালিয়াকান্দিতে সামছুল আলম (৫০) নামের একজনকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার (৮ মার্চ) দুপুরে রাজবাড়ী সেনা ক্যাম্প থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সেনাক্যাম্পের একটি টহল দল শুক্রবার (৭ মার্চ) রাত ১ টার দিকে উপজেলার নারুয়া বিশ্বাসপাড়া এলাকায় অভিযান চালায়।
অভিযানে সামছুল আলমকে আটক করা হয়। ওই সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে ১টি ওয়ান শুটার বন্দুক ও ৪টি দেশিয় গ্রেনেড উদ্ধার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্রসহ আসামিকে বালিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনীর এই সফল অভিযানে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন। তারা মনে করছেন, এ ধরনের কার্যক্রম সাধারণ জনগণের মনে নিরাপত্তার আশ্বাস সৃষ্টি করবে।
এ ব্যাপারে বালিয়াকান্দি থানার ওসি জামাল উদ্দিন জানান, এ ঘটনায় শনিবার দুপুরে থানার এসআই বাকির বাদী হয়ে আটকৃত সামছুল আলমের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। তাকে ওই মামলার আসামি হিসেবে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
সামছুলের বিরুদ্ধে পূর্বেও একটি মামলা ছিল বলেও জানান ওসি।
এসএম