গাইবান্ধার সাদুল্লাপুরে ‘ডেভিল হান্ট’ অভিযানে যুবলীগ নেতা আরিফুল ইসলাম সীমান্তকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক।
রোববার (৯ মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নলডাঙ্গা রেলগেট মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া আরিফুল ইসলাম সীমান্ত উপজেলার পশ্চিম খামার দশলিয়া গ্রামের বাসিন্দা। তিনি নলডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুর আলম নান্টুর ছেলে।
সাদুল্লাপুর থানার ওসি তাজ উদ্দিন খন্দকার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এফ পি/এস এন