প্রক্সি ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা। আগামী জাতীয় নির্বাচনে প্রবাস থেকেই ভোট দিতে পারবেন তারা। আগারগাঁওয়ে নির্বাচন কমিশনার কার্যালয়ে আয়োজিত বৈঠক শেষে এ কথা জানানো হয়। বিশেষ একটি অ্যাপসের মাধ্যমে ভোট দেয়ার এমন সুযোগ পাবেন প্রবাসীরা।
এ সম্পর্কে নির্বাচন কমিশন জানায়, একটা অ্যাপস তৈরি করা হবে। সেখানে প্রবাসীরা নিবন্ধন করবেন। সেই অ্যাপসের মধ্যেই প্রবাসীরা তার নমিনি ঠিক করে দিবে এবং সেই নমিনি ভোট দিতে পারবেন। এভাবেই আগামী জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দেয়ার সুযোগ পাবেন প্রবাসী বাংলাদেশিরা।
প্রবাসীদের জন্য নতুন এ ভোটদান পদ্ধতি ঘোষণা আসতে না আসতেই এ নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। অনেকেই প্রশ্ন তুলেছেন এর গ্রহনযোগ্যতা নিয়ে। তবে, অনেকের দাবি এর মাধ্যমে ভোট প্রদানের অধিকার পাবেন প্রবাসীরা। দেশে না থাকায় যেসকল প্রবাসী নাগরিক তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারছেন না তাদের জন্য যুগান্তকারী এক সুযোগ এনে দেবে নির্বাচন কমিশনের নতুন এ পদ্ধতি।
এর আগে কমিশন প্রধানের সাথে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠক শেষে তিনি বলেন, যুক্তরাজ্য বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়। আর এজন্য যে কোনো সহায়তা দিয়ে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য। আসন্ন নির্বাচন বিষয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে বলেও জানান এই ব্রিটিশ হাইকমিশনার।
আরএ/টিএ