বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে আন্দোলনের জেরে গাজীপুরের টঙ্গীতে যৌথ বাহিনীর সহায়তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।
মঙ্গলবার (১১ মার্চ) সকালে বকেয়া বেতন, ওভারটাইম ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা। একই সঙ্গে মৌচাকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কেও শ্রমিকদের অবরোধ দেখা যায়।
টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় শ্রমিকরা সকাল থেকে আন্দোলন শুরু করেন। তারা অভিযোগ করেন, ৯ মার্চ বেতন দেয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ নানা টালবাহানা করেছে। মঙ্গলবার সকালে কাজে যোগ দিতে গিয়ে শ্রমিকরা কারখানা বন্ধের নোটিশ দেখতে পান, এরপরই তারা মহাসড়ক অবরোধ করেন।
অন্যদিকে, গাজীপুরের মৌচাকে শ্রমিক নির্যাতনের প্রতিবাদে আরেকটি কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে উভয় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, র্যাব ও বিজিবির সমন্বয়ে যৌথ বাহিনী কাজ শুরু করে। দুপুর নাগাদ যৌথ বাহিনীর হস্তক্ষেপে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়েছে। তবে এখনো শ্রমিকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী শ্রমিকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে।