রাজধানীর কামরাঙ্গীর চরে মেলার টেন্ডারবাজিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে কামরাঙ্গীর চর কালুরঘাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কামরাঙ্গীর চরের একটি মেলার টেন্ডার ও আয়োজন নিয়ে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক মনির চেয়ারম্যান এবং থানার স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. আলমের গ্রুপের মধ্যে বিরোধ চলছিল।
এর জের ধরে মঙ্গলবার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যেখানে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ব্যাপারে কামরাঙ্গীর চর থানার ডিউটি অফিসার এস আই নাজমুল হাসান গণমাধ্যমকে বলেন, দুই পক্ষের মধ্যে রাত সাড়ে ১০টার দিকে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে রাত ২টা পর্যন্ত কেউই এ ব্যাপারে থানায় অভিযোগ করেননি। এ ঘটনায় কোনো আটক নেই।
এফপি