ধর্মের জন্যই ভেঙে গিয়েছিল প্রেম। পাঁচ বছরের সম্পর্ক ছিন্ন করেছিলেন প্রেমিকা—শুধু এই কারণেই যে অমাল মালিক মুসলিম এবং তাঁর পেশা গান। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই ব্যক্তিগত কষ্টের কথা জানিয়ে আলোচনার কেন্দ্রে চলে আসেন বলিউড সঙ্গীত পরিচালক ও গায়ক অমাল। তবে কথার পরিণতি হয়েছে বিস্ফোরক।
সাক্ষাৎকারে অমাল বলেছিলেন, “আমি মুসলিম বলেই আমার সঙ্গে সম্পর্ক ভেঙেছে। অথচ আমার মধ্যে কোনও মুসলিম বৈশিষ্ট্য নেই।” তাঁর এই মন্তব্য ঘিরেই শুরু হয় প্রবল সমালোচনা। অনেকেই অভিযোগ তোলেন—অমাল নিজের সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বলেছেন। একাংশ তাঁকে কটাক্ষ করতেও ছাড়েনি।
তীব্র সমালোচনার মুখে পড়ে অবশেষে বিবৃতি দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন গায়ক। অমালের দাবি, তিনি কাউকে আঘাত করার জন্য কিছু বলেননি। বরং একজন ব্যক্তি হিসেবে নিজের অভিজ্ঞতা আর পছন্দ-অপছন্দ প্রকাশ করেছিলেন মাত্র।
তিনি বলেন, “আমি একজন মুসলিম পিতা ও হিন্দু মায়ের সন্তান। আমার কাছে ধর্ম মানে শান্তি। আমি যেখানে শান্তি পাই, সেখানেই যাই—তা মসজিদ হোক, মন্দির বা গির্জা।”
অমালের কথায়, ধর্ম নয়, মানুষের মধ্যে যে আগে ভারতীয়ত্ব থাকা উচিত, সেটাই তিনি বোঝাতে চেয়েছিলেন। গায়কের সংযোজন, “রমজান শব্দে যেমন রাম, দিওয়ালিতে যেমন আলি—সেই মিলেই আমি বিশ্বাস করি।"
এতকিছুর পরেও অমাল তাঁর ভক্তদের কাছে দুঃখপ্রকাশ করেছেন, যদি কারও মনে কষ্ট দিয়ে থাকেন। তাঁর আক্ষেপ, “কিছু বোকা মানুষ সাম্প্রদায়িক বিভাজনের সুযোগ নিচ্ছে। আসল কথা না জেনে শিরোনামে চোখ রেখে মানুষ বিভ্রান্ত হচ্ছেন।”
এই পুরো ঘটনাই যেন আরও একবার মনে করিয়ে দিল—অভিনয় বা সঙ্গীতজগতের পরিচিত মুখদের ব্যক্তিগত যন্ত্রণাও কখনো কখনো বৃহৎ বিতর্কের রূপ নিতে পারে।
এসএন