বিশ্বজুড়ে কোটি ভক্তের অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন করে ফিরছে জাদুর দুনিয়া-এইবার ছোট পর্দায়। হ্যাঁ, অবশেষে প্রকাশ্যে এলো বহুল প্রতীক্ষিত হ্যারি পটার টিভি সিরিজের প্রথম লুক। এই প্রজেক্ট ঘিরে হ্যারি পটার ভক্তদের মধ্যে যে উত্তেজনার জোয়ার বইছে, তা অনস্বীকার্য।
সিরিজটি তৈরি করছে HBO, যারা জানিয়েছে এটি হবে জে.কে. রাউলিংয়ের মূল বইয়ের প্রতি “বিশ্বস্ত” এক পূর্ণাঙ্গ রূপান্তর। সিনেমার তুলনায় এবার বইয়ের প্রতিটি অধ্যায়, প্রতিটি চরিত্রের গহনতা আরও বিস্তারিতভাবে তুলে ধরা হবে। সিরিজটির জন্য নির্ধারিত সময়সীমাও আকর্ষণীয়-প্রায় এক দশক ধরে চলবে এই প্রজেক্ট, যেখানে প্রতিটি সিজনকে একটি করে বইয়ের ওপর ভিত্তি করে নির্মাণ করা হবে।
এই মুহূর্তে চলছে চরিত্র বাছাইয়ের কাজ। নতুন অভিনেতাদের মাধ্যমেই পর্দায় উঠে আসবে হ্যারি, রন ও হারমায়োনির আইকনিক ত্রয়ী। পুরনো কোনো পরিচিত মুখ দেখা যাবে না-তাই পুরোটাই নতুন করে গড়ে তোলা এক যাদুময় যাত্রা।
সবচেয়ে বড় খবর, সিরিজটির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত রয়েছেন লেখিকা জে.কে. রাউলিং নিজেই। নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করছেন তিনি, যাতে গল্পের মূল আত্মা অটুট থাকে এবং নতুন নির্মাণ হলেও সেটি যেন মূল বইয়ের প্রতি বিশ্বস্ততা বজায় রাখে।
সিরিজটির প্রথম সিজন মুক্তি পাবে ২০২৬ সালে। এটি কেবল একটি রিমেক নয়, বরং হ্যারি পটার বিশ্বে প্রবেশের এক নতুন দরজা, যা পুরনো ভক্তদের জন্য নস্টালজিয়া আর নতুন প্রজন্মের জন্য এক রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়ে উঠবে।
টিকে/