আশুলিয়ায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

সাভারে আশুলিয়ায় আত্মীয়র বিরুদ্ধে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

মঙ্গলবার (১১ মার্চ) রাতে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত, ওসি) কামাল হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে সকালে আশুলিয়া থানায় এক যুবককে আসামি করে মামলাটি দায়ের করা হয়।

অভিযুক্ত হলেন—ভোলার লালমোহন উপজেলার বাসিন্দা মো. রাসেল (১৯)।

মামলা সূত্রে জানা যায়, রাসেল ভুক্তভোগীর পরিবারের আত্মীয়। প্রায় দুই সপ্তাহ আগে চাকরির খোঁজে গ্রাম থেকে ভুক্তভোগীর বাড়িতে এসেছিলেন তিনি। ভুক্তভোগীর বাবা-মা পোশাক কারখানায় কাজ করেন। অন্যান্য দিনের মতো সোমবার সকাল ৬টার দিকে ওই দম্পতি কাজের জন্য কারখানায় চলে যান। শিশুটিকে একা পেয়ে অভিযুক্ত রাসেল ধর্ষণ করেন।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত, ওসি) কামাল হোসেন ঢাকা পোস্টকে বলেন, ভুক্তভোগীর বাবা থানায় রাসেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার চেষ্টা করছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

এসএম/এসএন

Share this news on: