নানি আর শ্রীকান্ত ওডেলার বহুল প্রতীক্ষিত পুনর্মিলন ‘দসরা’-র পর আবার একসঙ্গে। আর এবার সেই জুটির নতুন ছবি ‘দ্য প্যারাডাইস’ নিয়ে টলিউডে তোলপাড়। তবে ছবির সবথেকে আলোচিত চমক এখন একটাই—চলচ্চিত্রে যৌনকর্মীর চরিত্রে অভিনয় করছেন কায়াদু লোহার।
‘ড্রাগন’ সিনেমার সাফল্যের পর কায়াদুর জনপ্রিয়তা এখন তুঙ্গে। আর সেই জনপ্রিয়তার মধ্যেই এই সাহসী চরিত্রে অভিনয়ের জন্য তিনি রাজি হয়ে যান, যেখানে অনেক নামজাদা অভিনেত্রী পেছিয়ে গিয়েছিলেন। কারণ চরিত্রে রয়েছে খোলামেলা দৃশ্য, আত্মসংঘাত, এবং এক জটিল সামাজিক অবস্থান।
এই চরিত্রের জন্য কায়াদুর প্রস্তুতি, তাঁর মানসিক দৃঢ়তা এবং দৃশ্যগুলির বাস্তবতা ইতিমধ্যেই ইন্ডাস্ট্রিতে আলোচনার কেন্দ্রে। শোনা যাচ্ছে, তাঁর চরিত্রটি শুধুই বিতর্কিত নয়, বরং গল্পের চালচিত্র ঘুরিয়ে দেওয়ার মতো প্রভাবশালী।
চলচ্চিত্রের সংগীত পরিচালনায় রয়েছেন অনিরুদ্ধ, চিত্রগ্রহণে ‘আমরান’ খ্যাত সাই, আর সহ-অভিনেতাদের তালিকায় রয়েছেন বর্ষীয়ান অভিনেতা মোহন বাবু, নৃত্যশিল্পী ও অভিনেতা রাঘব জুয়াল, এবং এক জনপ্রিয় মারাঠি অভিনেত্রী যিনি নানির মায়ের চরিত্রে অভিনয় করছেন।
সব মিলিয়ে, ‘দ্য প্যারাডাইস’ শুধু একটি সিনেমা নয়, এটি হতে চলেছে টলিউডের সবচেয়ে সাহসী প্রজেক্ট—যেখানে তারকা, বিতর্ক, শিল্প, আর সাহস মিলেমিশে এক অন্য মাত্রা তৈরি করছে।
এসএন