আগেই টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। শুধু চালিয়ে যাচ্ছিলেন ওয়ানডে ক্রিকেট। সেখান থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন মিস্টার সাইলেন্ট কিলার। এতে দীর্ঘ ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন মাহমুদউল্লাহ।
বুধবার (১২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। যেখানে তিনি লিখেছেন, ‘সকল প্রশংসা মহান আল্লাহর। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমার সকল সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ দিতে চাই, যারা সবসময় আমাকে সমর্থন দিয়েছে।’
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর মাহমুদউল্লাহকে নিয়ে সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন বার্তা দিয়েছেন তার স্ত্রী জান্নাতুল কাউসার মিষ্টি। তিনি লেখেন, 'সবকিছুরই শেষ আছে, কিন্তু এটা বিশ্বাস করা কষ্টের যে তোমাকে আর লাল-সবুজ জার্সিতে দেখা যাবে না।'
বাংলাদেশের পক্ষে বিশ্বকাপে প্রথম সেঞ্চুরিয়ান মাহমুদউল্লাহ। সেই স্মৃতিচারণ করে রিয়াদপত্নী লেখেন, '২০০৭-২০২৫ মনে করার মতো কত স্মৃতি রয়েছে! বিশ্বকাপে সেঞ্চুরি করার পর আমার জন্য করা তোমার উদযাপন জীবনের শ্রেষ্ঠ উপহার!'
তিনি আরও লেখেন, 'গত ১৭ বছর তোমার উত্থান-পতনের সঙ্গে ছিলাম, আলহামদুলিল্লাহ আমি এখনও তোমার সঙ্গে আছি। তুমি আমার প্রিয় ক্রিকেটার, আমার নায়ক আর তুমি চিরকাল একই থাকবে। মাশাআল্লাহ, তোমাকে আমার বলে আমি গর্বিত, যে এত নিষ্ঠা, সততা এবং ভালোবাসার সঙ্গে দেশের জন্য সেবা করেছে।'
মাহমুদউল্লাহর স্ত্রী লেখেন, 'তোমার জীবনের নতুন যুগে আমরা আরও বেশি পারিবারিক সময় পাবো ইনশাআল্লাহ, যা আমরা ১৭ বছর ধরে মিস করছি! সবশেষে আলহামদুলিল্লাহ! আল্লাহ আমার পরিবারকে আশীর্বাদ করুন এবং বদ নজর থেকে দূরে রাখুন। আমিন।'
আরএইচ/টিএ