ছিনতাইয়ে বাধা দিতে গিয়ে আহত হয়েছেন এক নারী ব্যাংক কর্মকর্তা
মোজো ডেস্ক 08:27PM, Mar 14, 2025
রাজধানীর মতিঝিলে ছিনতাইকারীর হামলায় আহত হয়েছেন কাকলি আক্তার (২২) নামে এক ব্যাংক কর্মকর্তা।
মতিঝিল মেট্রোরেল স্টেশনের সামনে ছিনতাইয়ে বাধা দেওয়ায় তাকে আঘাত করা হয়। কাকলি জনতা ব্যাংকের গেন্ডারিয়া শাখার সিনিয়র অফিসার হিসেবে কর্মরত আছেন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ১০টার দিকে মতিঝিল মেট্রো স্টেশনের সামনে রিকশায় যাওয়ার পথে তিন-চার জন ওই ব্যাংক কর্মকর্তার পথরোধ করে। ছিনতাইকারীরা তাকে আঘাত করে এবং তার কাছে থাকা ১৮ হাজার টাকা ছিনিয়ে নেয়।
পরে রাত সাড়ে ১১টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
ওই নারীর স্বামী ইউসুফ জানান, তার স্ত্রী রাতে অফিস শেষে বাসায় ফেরার পথে ছিনতাইয়ের শিকার হন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, “মতিঝিলে এক নারী ব্যাংক কর্মকর্তাকে আঘাত করে ১৮ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।”