নাটোরের লালপুরে থানায় উত্ত্যক্তের অভিযোগ দেয়ায় স্কুলছাত্রীর বাবাকে(৩৭) পিটিয়ে জখম করে বখাটেরা। এ ঘটনায় দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে সেনাবাহিনী।
শুক্রবার (১৪ মার্চ) ভোরে উপজেলার এবি ইউনিয়নের শালেশ্বর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, একই গ্রামের মৃত কলি শাহর ছেলে মসলেম (৪২) ও তার ছেলে রিয়াদ (২২)।
এঘটনার পর আহত রতন আলীর স্ত্রী সাইমা বেগম বুলবুলি বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে লালপুর থানার মামলা দায়ের করেন।
স্কুলছাত্রীর মা ও আহতের স্ত্রী বলেন, ‘কয়েক মাস ধরে স্কুলে যাওয়া-আসার সময় শালেশ্বর গ্রামের রুবেল আলীর ছেলে শুভ (২০) আমার মেয়েকে টানা উত্ত্যক্ত করতে থাকে। এঘটনায় সম্প্রতি থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। তারপর থেকে শুভ ও তার পরিবারের লোকজন বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছিলেন।’
তিনি আরও বলেন, ‘বৃহস্পতিবার রাত ৯ টার দিকে মেয়ের বাবা মসজিদে তারাবি নামাজ শেষে বাড়ি ফেরার পথে শুভ, রিয়াদসহ তাদের লোকজন আকস্মিকভাবে হামলা চালিয়ে মাথায় জখম করে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক বলেন, ‘যৌথবাহিনীর অভিযানে দুইজনকে আটক করা হয়। পরে আহতের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করেন। এ মামলায় আটকদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’
আরএইচ