আনন্দ মোহন কলেজে রোববার থেকে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন

২০১৯-২০ শিক্ষাবর্ষে ময়মনসিংহের আনন্দ মোহন কলেজে একাদশ শ্রেণীতে (উচ্চ মাধ্যমিক) ভর্তির আবেদন শুরু হচ্ছে রোববার (১২ মে) থেকে। ২০১৭, ২০১৮ এবং ২০১৯ সালে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখা থেকে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

সম্প্রতি কলেজের অধ্যক্ষ নারায়ণ চন্দ্র ভৌমিক সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

আবেদনের যোগ্যতা: বিজ্ঞান শাখায় আবেদনের জন্য নূন্যতম জিপিএ ৪.৫০, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখার ক্ষেত্রে নূন্যতম জিপিএ ৩.০০ থাকতে হবে।

এছাড়া বিজ্ঞান শাখা থেকে মানবিকে আবেদনের জন্য নূন্যতম জিপিএ ৪.০০, বিজ্ঞান শাখা থেকে ব্যবসায় শিক্ষায় আবেদনের জন্য নূন্যতম জিপিএ ৩.৫০, মানবিক শাখা থেকে ব্যবসায় শিক্ষায় আবেদনের জন্য নূন্যতম জিপিএ ৩.০০, ব্যবসায় শিক্ষা শাখা থেকে মানবিকে আবেদনের ক্ষেত্রে নূন্যতম জিপিএ ৩.০০ থাকতে হবে।

আসন সংখ্যা: কলেজে ভর্তির জন্য বিজ্ঞান শাখার জন্য ৪৩৫, ব্যবসায় শিক্ষা শাখার জন্য ২৫০ এবং মানবিক শাখার জন্য ২৯৫ টি আসন রয়েছে।

আবেদনের সময়: আবেদন শুরু হবে ১২ মে। চলবে ২৩ মে পর্যন্ত।

আবেদনের জন্য আনন্দ মোহন কলেজের EIIN No হচ্ছে-১১১৯১১। www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ