ড. ইউনূস এখনো প্রশাসন পরিবর্তন করতে পারেননি : কর্নেল (অব.) আহমদ অলি

প্রধান উপদেষ্টা ড. ইউনূস আওয়ামী ফ্যাসিবাদী প্রশাসনের লোকজনকে এখনো পরিবর্তন করতে পারেনি বলেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চেয়ারম্যান সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। দুর্নীতিবাজ লুটেরা কর্মকর্তাদের পিটিয়ে গণধোলাই দিয়ে তাদের প্রশাসন থেকে তাড়াতে হবে।

গতকাল (১৫ মার্চ) পটিয়া আবদুস সোবহানরাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত পটিয়া উপজেলা ও পৌরসভা এলডিপির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্নেল (অব.) অলি আহমদ আরও বলেন, আওয়ামী লীগের দোসররা ভারতে আশ্রয় নিয়েছে। শেখ হাসিনার অত্মীয়স্বজনসহ আওয়ামী লীগের লোকজন ভারতে পালিয়ে গিয়ে সেখানে নাগরিকত্ব গ্রহণ করেছে। তারা মুসলমান নয় এবং এ দেশের নাগরিকও নয়। ভবিষ্যতে তাদের এদেশে আর আসতে দেওয়া হবে না। বেঁচে থাকতে হলে সিংহের মতো বাঁচতে হবে। ভয় পেলে চলবে না। ড. ইউনূস আওয়ামী লীগকে এখনো ভয় পায়। তাই তাদের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নিতে পারেনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্দেশে তিনি বলেন, ক্ষমতার লোভ না করে দেশের উন্নয়নের জন্য কাজ করলে একদিন ক্ষমতা নিজের হাতে এসে ধরা দেবে।

পটিয়া উপজেলা এলডিপির সভাপতি মনছুর আলমের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এয়াকুব আলী। এলডিপি নেতা আবদুল কুদ্দুস ও আইয়ুব আলীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল, চন্দনাইশ উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়া, সাধারণ সম্পাদক আকতারুল আলম, চন্দনাইশ পৌরসভা এলডিপির সভাপতি আইনুল কবির, এলডিপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক আহমদ নবী, এলডিপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক এম এ জাফর, বাশঁখালী পৌরসভা এলডিপির সভাপতি আনিসুল ইসলাম, সাতকানিয়া উপজেলা এলডিপির সভাপতি মাহমুদুল হক চৌধুরী, পটিয়া পৌর জামায়াতের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, দোহাজারী পৌরসভা এলডিপির সভাপতি লিয়াকত আলী, পটিয়া পৌরসভা এলডিপির সহ-সভাপতি সামশুল আলম সিকদার, পটিয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর সাদেক হোসেন, সেক্রেটারি আনোয়ার হোসেন, চন্দনাইশ পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক আকতার হোসেন প্রমুখ।

আরএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
রায় কার্যকর হলে একটা দৃষ্টান্ত স্থাপিত হবে : আবরার ফাইয়াজ Mar 16, 2025
img
নন-ক্যাডার শূন্য পদে নিয়োগের তথ্য চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চিঠি Mar 16, 2025
img
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ ৭ দিনের রিমান্ডে Mar 16, 2025
img
সাবেক তথ্যমন্ত্রী ইনু ও তার স্ত্রীর নামে মামলা Mar 16, 2025
img
শেখ হাসিনা কোনো ধর্ষণের বিচার করেনি : আফরোজা আব্বাস Mar 16, 2025
img
চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ২৮ মার্চ Mar 16, 2025
img
বাফুফে সভা ৩ মাস পর, বাটলার-সাবিনারা নেই আলোচ্যসূচিতে Mar 16, 2025
img
পুলিশের ১২৭ ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা Mar 16, 2025
img
স্ত্রী-সন্তান-জামাতাসহ পাপনের দেশত্যাগে নিষেধাজ্ঞা Mar 16, 2025
রোহিঙ্গা ও ইউএসএআইডি নিয়ে গো''পন পরিকল্পনা ফাঁ''স করল রয়টার্স! Mar 16, 2025