দীর্ঘদিন পর ওয়ানডে ক্রিকেটে ফিরছে বাংলাদেশ, সঙ্গে আসছে এক নতুন অধ্যায়। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজ দিয়ে শুরু হচ্ছে টাইগারদের নতুন পথচলা—নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে। রিয়াদ-মুশফিকের বিদায়ে ব্যাটিং অর্ডারে তৈরি হয়েছে শূন্যতা, আর সেই ফাঁকা জায়গায় নিজেকে মানিয়ে নিতে প্রস্তুত মিরাজ নিজেই।
ম্যাচের আগের দিন কলম্বোতে সংবাদ সম্মেলনে মিরাজ জানালেন নিজের ব্যাটিং পরিকল্পনা—‘মুশফিক ভাই আর রিয়াদ ভাই অনেক গুরুত্বপূর্ণ জায়গায় খেলতেন। এখন দলের অভিজ্ঞ খেলোয়াড়দেরই সেই জায়গাগুলো নিতে হবে। অধিনায়ক হিসেবে মনে করি, ওই দুই জায়গার একটিতে আমি ব্যাট করতে পারি। অন্য জায়গায় লিটনকে খেলানো যায়।’
তার এই মন্তব্যে ইঙ্গিত মিলছে যে, মিডল অর্ডারের গুরুত্বপূর্ণ জায়গায় ব্যাট করতে দেখা যেতে পারে তাকে, যেখানে দলের গতি ও ভারসাম্য ধরে রাখা অত্যন্ত জরুরি।
এদিকে, ওপেনিং জুটির বিষয়েও রয়েছে ধোঁয়াশা। তানজিদ তামিমের সঙ্গী হবেন কে—লিটন দাস, মোহাম্মদ নাঈম, না কি পারভেজ হোসেন? এছাড়া আছেন নাজমুল হোসেন শান্তও।
নতুন অধিনায়ক, নতুন পরিকল্পনা আর পঞ্চপাণ্ডব ছাড়া একদমই নতুন এক বাংলাদেশের যাত্রা শুরু হচ্ছে কাল প্রেমাদাসায়। প্রথম ওয়ানডেতেই অনেক প্রশ্নের উত্তর মিলবে—নেতৃত্বে কেমন মিরাজ, আর ব্যাটিং অর্ডারে কারা পাচ্ছেন আস্থা ও দায়িত্বের জায়গা।