নারায়ণগঞ্জে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
মোজো ডেস্ক 10:17PM, Mar 17, 2025
নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
আজ সোমবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্ধস্থ রাজঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সকালে নদীতে মরদেহটি ভাসতে দেখে কলাগাছিয়া নৌ পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
কলাগাছিয়া নৌ ফাঁড়ির পরিদর্শক সালেহীন আহমেদ পাঠান বলেন, নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। উদ্ধারের সময় তার পরনে শুধু একটি গেঞ্জি ছিল, তবে নিচের অংশে কোনো পোশাক পাওয়া যায়নি। মরদেহটি পঁচন ধরা অবস্থায় ছিল। মনে হচ্ছে, কয়েকদিন আগে মারা গেছেন তিনি। তার পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, এটা হত্যাকাণ্ড নাকি কোনো দুর্ঘটনা, সেটা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।