এবার ঈদে আবহাওয়া কেমন থাকবে, যা জানা গেল

দরজায় কড়া নাড়ছে মুসলিমদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদের ছুটিতে বাড়ি ফেরার জন্য বহু মানুষ কয়েকদিন আগে থেকেই যাত্রা শুরু করবেন। যদিও ঈদের এখনও ১০ দিনের মতো বাকি, তবে অনেকেই ঈদযাত্রার সময় আবহাওয়া কেমন থাকবে, তা জানতে আগ্রহী।

এ বছর চাঁদ দেখার ওপর নির্ভর করে ৩১ মার্চ বা ১ এপ্রিল ঈদ হতে পারে। স্বভাবতই এটি ভাবনার বিষয় যে ঈদের আগের ক'দিন, ঈদের দিন ও ঈদের পরের কিছুদিন কি বাংলাদেশে বৃষ্টি হবে? অতিরিক্ত গরম পড়বে?

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, ২৩ মার্চের পর থেকে গরম পড়বে। এর কয়েকদিনের মাঝেই তাপমাত্রা বেড়ে যাবে। ঈদের দিনও বেশ গরম পড়ার সম্ভাবনা রয়েছে। এ সময় তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মাঝে থাকবে। আর যেদিন বৃষ্টি হবে, তখনও তাপমাত্রা অত না বাড়লেও গরমের অনুভূতি থাকবে।

তিনি আরও জানান, কালবৈশাখীর চরিত্রই এমন। এ সময় এরকম বৃষ্টি, গরম হয়। হুট করে ঝড় হয়।

কালবৈশাখী আঘাত হানার কতক্ষণ আগে পূর্বাভাস দেওয়া সম্ভব জানতে চাইলে তিনি বলেন, কালবৈশাখী ফর্ম হওয়ার ৩০ মিনিট আগে এটা আমরা ভালো বলতে পারি।

এদিকে বৃহস্পতিবার (২০ মার্চ) আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত পূর্বাভাস অনুযায়ী, ২০ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হতে পারে। এই কদিন ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে বিভাগে অস্থায়ী দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি ও কয়েক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর থেকে তাপমাত্রা বাড়ার সম্ভবনার কথা বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তদের মার্চ মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, মার্চের শেষদিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপর দিকে এক থেকে দুইটি মৃদু বা মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সেইসঙ্গে তাপমাত্রাও ক্রমান্বয়ে বাড়বে।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে রাজশাহীর বাঘাবাড়ীতে। ৩৬ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ছিল রংপুরের রাজারহাটে, ১৪ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস। গত চব্বিশ ঘণ্টায় সারাদেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে প্রায় ৩১ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ঢাকায় হোম অ্যাফেয়ার্স অফিস চালু করছে অস্ট্রেলিয়া Mar 28, 2025
img
বিক্ষোভের মধ্যেই ইস্তাম্বুলের অন্তর্বর্তী মেয়র নির্বাচিত নুরি আসলান Mar 28, 2025
img
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের বিরুদ্ধে উয়েফার তদন্ত Mar 27, 2025
img
বিদেশে বিনিয়োগের সুযোগ পেল দেশের স্টার্টআপ কোম্পানি Mar 27, 2025
img
‘সব ওয়েবসাইটে দেব, যেন মানুষ দেখতে পারে কোন দল কথা রেখেছে’ Mar 27, 2025
img
৮ লাখ টাকা ছিনতাই, স্বেচ্ছাসেবক দলের দুই নেতা বহিষ্কার Mar 27, 2025
img
ব্যর্থতার দায় নিয়ে ইসরাইলের গাজা ডিভিশন কমান্ডারের পদত্যাগ Mar 27, 2025
দাবি একটাই আমি ডাইরেক্ট এমপি পদ চাই বললেন হিরো আলম Mar 27, 2025
কবে স্বাধীনতা জাদুঘর চালু হতে পারে? Mar 27, 2025
পোশাক ও টেক্সটাইল কারখানার অনেকগুলোই বাকি রেখেছে বেতন-বোনাস Mar 27, 2025