বুমরাহ আর চমক দিতে পারবেন না ডাকেটকে

বর্তমান সময়ে ব্যাটসম্যানদের জন্য আতঙ্কের নাম ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ। বল হাতে তিনি নিয়মিতভাবে ব্যাটসম্যানদের বিপদে ফেলেন, এমনটি স্বীকার করেছেন ইংলিশ ব্যাটসম্যান বেন ডাকেটও। তবে, একটি জায়গায় এই ওপেনার এখন দারুণ আত্মবিশ্বাসী বলেই দাবি করেছেন। বেন ডাকেট জানালেন, বুমরাহর বোলিংয়ে আর তিনি কোনো বিস্ময়ের উপকরণ দেখতে পান না।

আগামী জুনেই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাবে ভারত। সব ঠিকঠাক থাকলে সেই সিরিজে ভারতের তুরুপের তাস হবেন বুমরাহ। নতুন বলে বুমরাহর সেই আগুন সামলাতে হবে বেন ডাকেটকে। বাঁহাতি ওপেনার অবশ্য বুমরাহর সঙ্গে ভাবনায় রাখেন সুইং বোলিংয়ের শিল্পী মোহাম্মদ শামিকেও। তবে এই দুঈজনের শুরুর স্পেল পার করে দিতে পারলে বড় রানের হাতছানি থাকবে বলেই জানালেন ডাকেট।

তিনি বলেন, “পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে তার (বুমরাহর) মুখোমুখি হয়েছি আমি। খুব ভালো করেই জানি, আমাকে সে কীভাবে বোলিং করবে এবং ভালো একটি ব্যাপার হলো, তার স্কিলগুলোও আমার এখন জানা। এমন কিছু আর নেই, যা আমাকে চমকে দিতে পারে। অবশ্যই চ্যালেঞ্জিং হবে (বুমরাহকে সামলানো) এবং নতুন বলে মোহাম্মদ শামির স্কিলও বুমরাহর মতোই হুমকি। তবে শুরুর স্পেল উতরে যেতে পারলে আমার মনে হয়, বড় রানের সুযোগ থাকবে।”

পাঁচ ম্যাচের সিরিজটি গত বছর হয়েছিল ভারতে। স্পিনারদের দাপটের সেই সিরিজে বুমরাহর বলে একবারই আউট হয়েছিলেন ডাকেট। আরেকবার তাকে আউট করেছিলেন আকাশ দিপ, আরেকটি ইনিংসে হয়েছিলেন রান আউট। বাকি সাত ইনিংসে তিনি ছিলেন স্পিনারদের শিকার। সেই সিরিজে রাজকোটে ১৫১ বলে ১৫৩ রানের ইনিংস খেললেও বাকি ৯ ইনিংসের কোনোটিতে ফিফটি ছুঁতে পারেননি।

ভারত সেই সিরিজে ইংল্যান্ডকে বিধ্বস্ত করেছিল ৪-১ ব্যবধানে। তবে ইংল্যান্ডের মাঠে ভিন্ন বাস্তবতা অপেক্ষা করছে বলে মনে করেন ডাকেট। তিনি বলেন, “ঘরের মাঠের ভারতীয় দল থেকে দেশের বাইরের ভারতীয় দল পুরো আলাদা। আমার মনে হয়, এই দলকে আমাদের হারানো উচিত এবং আমরা হারাতে পারব। ভালো একটি সিরিজ হবে এটি।”


এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ঢাকায় হোম অ্যাফেয়ার্স অফিস চালু করছে অস্ট্রেলিয়া Mar 28, 2025
img
বিক্ষোভের মধ্যেই ইস্তাম্বুলের অন্তর্বর্তী মেয়র নির্বাচিত নুরি আসলান Mar 28, 2025
img
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের বিরুদ্ধে উয়েফার তদন্ত Mar 27, 2025
img
বিদেশে বিনিয়োগের সুযোগ পেল দেশের স্টার্টআপ কোম্পানি Mar 27, 2025
img
‘সব ওয়েবসাইটে দেব, যেন মানুষ দেখতে পারে কোন দল কথা রেখেছে’ Mar 27, 2025
img
৮ লাখ টাকা ছিনতাই, স্বেচ্ছাসেবক দলের দুই নেতা বহিষ্কার Mar 27, 2025
img
ব্যর্থতার দায় নিয়ে ইসরাইলের গাজা ডিভিশন কমান্ডারের পদত্যাগ Mar 27, 2025
দাবি একটাই আমি ডাইরেক্ট এমপি পদ চাই বললেন হিরো আলম Mar 27, 2025
কবে স্বাধীনতা জাদুঘর চালু হতে পারে? Mar 27, 2025
পোশাক ও টেক্সটাইল কারখানার অনেকগুলোই বাকি রেখেছে বেতন-বোনাস Mar 27, 2025