সুদানে প্রেসিডেন্ট প্রাসাদের দিকে অগ্রসর হচ্ছে সেনাবাহিনী

সুদানে চলমান সংঘাতে বড় ধরনের অগ্রগতি অর্জন করেছে দেশটির নিয়মিত সেনাবাহিনী। বৃহস্পতিবার তারা রাজধানী খার্তুমে অবস্থিত প্রেসিডেন্ট প্রাসাদের মাত্র ৫০০ মিটার দূরত্বে পৌঁছে গেছে। উল্লেখযোগ্যভাবে, প্রায় দুই বছর আগে এই গুরুত্বপূর্ণ স্থাপনা আধাসামরিক বাহিনীর দখলে চলে যায়।

এএফপিকে দেওয়া এক সামরিক সূত্রের তথ্য অনুযায়ী, খার্তুমের কেন্দ্রস্থলে অগ্রসর হওয়ার পথে সেনাবাহিনী দক্ষিণ দিকে পালানোর চেষ্টা করা আধাসামরিক বাহিনীর একটি ৩০টি যানবাহনের বহর ধ্বংস করেছে। 

দক্ষিণ দিক থেকে অগ্রসর হওয়া সেনারা সোমবার শহরের কেন্দ্রস্থলে থাকা বাহিনীর সঙ্গে মিলিত হয়, যা আধাসামরিক বাহিনীর ওপর আরো চাপ সৃষ্টি করে। এএফপির সাংবাদিকরা জানান, তীব্র লড়াইয়ের মধ্যে পুরো শহরজুড়ে বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা গেছে।

সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং তার সাবেক ডেপুটি ও আরএসএফ কমান্ডার মোহাম্মদ হামদান দাগলোর মধ্যে ক্ষমতার লড়াইয়ে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং এক কোটি ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। শুধু বৃহত্তর খার্তুম অঞ্চল থেকেই ৩৫ লাখের বেশি মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে, যা যুদ্ধের আগের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি।

এই সংঘাত সুদানকে দুই ভাগে বিভক্ত করেছে। উত্তর ও পূর্ব অংশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে, আর পশ্চিম ও দক্ষিণের বেশির ভাগ এলাকা আরএসএফের দখলে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে সেনাবাহিনী খার্তুমের উত্তরে ব্লু নীল নদীর ওপারে অবস্থিত খার্তুম নর্থ ও পূর্ব দিকে ইস্ট নীল জেলা পুনর্দখল করেছে। এ ছাড়া খার্তুম ও হোয়াইট নীল নদীর ওপারে অবস্থিত এর সংলগ্ন শহর ওমদুরমানের দক্ষিণ অংশে এখনো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবস্থান আরএসএফের দখলে রয়েছে।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
গাজীপুরের দুই মহাসড়কে বেড়েছে যাত্রীর চাপ Mar 28, 2025
img
চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকেপ্রধান উপদেষ্টা Mar 28, 2025
img
ঢাকায় হোম অ্যাফেয়ার্স অফিস চালু করছে অস্ট্রেলিয়া Mar 28, 2025
img
বিক্ষোভের মধ্যেই ইস্তাম্বুলের অন্তর্বর্তী মেয়র নির্বাচিত নুরি আসলান Mar 28, 2025
img
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের বিরুদ্ধে উয়েফার তদন্ত Mar 27, 2025
img
বিদেশে বিনিয়োগের সুযোগ পেল দেশের স্টার্টআপ কোম্পানি Mar 27, 2025
img
‘সব ওয়েবসাইটে দেব, যেন মানুষ দেখতে পারে কোন দল কথা রেখেছে’ Mar 27, 2025
img
৮ লাখ টাকা ছিনতাই, স্বেচ্ছাসেবক দলের দুই নেতা বহিষ্কার Mar 27, 2025
img
ব্যর্থতার দায় নিয়ে ইসরাইলের গাজা ডিভিশন কমান্ডারের পদত্যাগ Mar 27, 2025
দাবি একটাই আমি ডাইরেক্ট এমপি পদ চাই বললেন হিরো আলম Mar 27, 2025