ছত্তিশগড়ে তুমুল সংঘর্ষ, এক সৈন্য ও ৩০ মাওবাদী নিহত

ভারতের ছত্তিশগড়ে মাওবাদী বিদ্রোহীদের সঙ্গে আইনশৃঙ্খলাবাহিনীর ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ৩০ জন বিদ্রোহী এবং এক নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ মার্চ) রাজ্যের দুটি ভিন্ন এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

কয়েক দশক ধরে চলা মাওবাদীদের বিদ্রোহে দেশটিতে ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। মাওবাদী বিদ্রোহীরা ভারতের খনিজ-সমৃদ্ধ মধ্যাঞ্চলীয় ওই রাজ্যের প্রান্তিক আদিবাসীদের অধিকারের জন্য বছরের পর বছর ধরে সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে।

দেশটির পুলিশ বলেছে, বৃহস্পতিবার ছত্তিশগড়ের পৃথক দুটি স্থানে মাওবাদী বিদ্রোহীদের সঙ্গে আইনশৃঙ্খলাবাহিনীর সংঘর্ষ হয়েছে। এতে আধা-সামরিক বাহিনীর এক সৈন্য নিহত হয়েছেন। দিনভর সংঘর্ষে মাওবাদী বিদ্রোহীদের অন্তত ৩০ সদস্যও নিহত হয়েছেন।

ছত্তিশগড়ের বাস্তার পুলিশের মহাপরিদর্শক সুন্দররাজ পত্তিলিঙ্গাম ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, বিজাপুর জেলায় ছড়িয়ে পড়া সংঘাতের এক সৈন্য নিহত হয়েছেন। সেখানে ২৬ মাওবাদী গেরিলাকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। এছাড়া রাজ্যের দক্ষিণের একটি জঙ্গলে পৃথক সংঘর্ষে আরও চার মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছেন।

সংঘর্ষস্থলে পৃথক তল্লাশি অভিযান চালিয়ে নিরাপত্তা বাহিনী বেশ ‍কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ‘‘(নরেন্দ্র) মোদি সরকার নকশালীদের বিরুদ্ধে নিষ্ঠুর দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে চলেছে এবং যারা আত্মসমর্পণ করছে না তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করছে।’’

চীনা বিপ্লবী নেতা মাও সেতুংয়ের কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে ১৯৬৭ সালে সশস্ত্র বিদ্রোহ শুরু করেন ভারতের মাওবাদী বিদ্রোহীরা। আদিবাসী অধিকার বঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে লড়াইয়ের দাবি করা মাওবাদীরা নকশাল নামেও পরিচিত।

গত বছর দেশটির আইনশৃঙ্খলাবাহিনী অন্তত এক হাজার সন্দেহভাজন নকশালপন্থীকে গ্রেপ্তার করেছে। একই সময়ে আইনশৃঙ্খলাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে আরও ৮৩৭ মাওবাদী বিদ্রোহী।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত সেপ্টেম্বরে মাওবাদী বিদ্রোহীদের ‘আত্মসমর্পণ’ অথবা ‘সর্বাত্মক হামলার’ মুখোমুখি হওয়ার জন্য সতর্ক করে দিয়েছিলেন। ওই সময় তিনি বলেছিলেন, ক্ষমতাসীন বিজেপি সরকার ২০২৬ সালের প্রথম দিকেই মাওবাদী বিদ্রোহ দমনের আশা করছে।


এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
দিনে আয় ছিলো হাজার টাকা, এখন রেলস্টেশনই ভরসা! Mar 28, 2025
যারা লুটপাটের রাজনীতি করে তাদের কাছে চব্বিশ দ্বিতীয় স্বাধীনতা নয়: নাহিদ Mar 28, 2025
টিকটককে ঘিরে চীনের ওপর শুল্ক কমানোর টোপ ফেললেন ট্রাম্প Mar 28, 2025
আইপিএলে ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে ভক্ত ভাড়া করার অভিযোগ Mar 28, 2025
সংবাদ সম্মেলনে দাগি ছবির নায়িকাদের পরিচয় করিয়ে দিলেন নিশো Mar 28, 2025
img
অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন রোহিত! Mar 28, 2025
img
‘অভিবাসী বিল’ পাস ভারতে—বাংলাদেশের সীমান্ত নিয়ে অমিত শাহর সতর্কতা Mar 28, 2025
img
দেশে রিজার্ভের পরিমাণ কত, জানালো কেন্দ্রীয় ব্যাংক Mar 28, 2025
img
২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ২ কোটি ৬৫ লাখ টাকা টোল আদায় Mar 28, 2025
img
স্টারলিংকের সংযোগও চাইলেই বন্ধ করা যাবে! Mar 28, 2025