মোদির ২৫৮ কোটি টাকার বিদেশ সফর

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২২ সালের মে মাস থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত সময়কালে ৩৮টি বিদেশ সফর করেছেন। আর তাতে খরচ হয়েছে ২৫৮ কোটি টাকা।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাজ্যসভায় এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

এদিন বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা রাজ্যসভায় একটি প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বিদেশ সফর বাবদ খরচের হিসেব দেন। তিনি জানিয়েছেন, একটি একক সফরে সবচেয়ে বেশি খরচ হয়েছে ২০২৩ সালের জুনে মোদির মার্কিন সফরে। কেবল সেই সফরেই মোট খরচ হয় ২২ কোটি টাকার কিছু বেশি।

অন্যদিকে ২০২৪ সালের সেপ্টেম্বরের আমেরিকা সফরে খরচ ১৫ কোটির কিছু বেশি। ২০২৩ সালের মে মাসে জাপান সফরে খরচ হয়েছিল ১৭ কোটি টাকার মতো। আবার ২০২২ সালের মে মাসে নেপাল সফরে খরচ হয়েছিল মাত্র ৮০ লক্ষ টাকার কিছু বেশি। এছাড়াও এই সময়কালে মোদি গিয়েছেন জার্মানি, কুয়েত, ডেনমার্ক, ফ্রান্স, সংযুক্ত আরব আমিরশাহি. উজবেকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, গ্রিস, পোল্যান্ড, রাশিয়া-সহ বহু দেশেই।

প্রসঙ্গত, এদিন রাজ্যসভায় বিরোধী নেতা মল্লিকার্জুন খাড়গে এই তথ্য জানতে চেয়েছিলেন। তাঁর দাবি ছিল, প্রধানমন্ত্রীর প্রতিটি বিদেশ সফরে সংশ্লিষ্ট দেশের ভারতীয় দূতাবাসের খরচ থেকে হোটেলে থাকা, পরিবহণ ও অন্যান্য খাতে কীরকম খরচ হয় তার বিস্তারিত বিবরণ জানাতে হবে। এরপরই এই তথ্য দেওয়া হয় বিদেশমন্ত্রকের তরফে।

বলে রাখা ভালো, গত ফেব্রুয়ারিতে ফের আমেরিকা সফরে যান মোদি। ডোনাল্ড ট্রাম্প মার্কিন মসনদে প্রত্যাবর্তনের পর এটাই ছিল প্রধানমন্ত্রীর প্রথম সে দেশে সফর। দুদিনের সফরে ট্রাম্পের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছিলেন মোদি।

এসএম

Share this news on:

সর্বশেষ

img
আওয়ামী ঘুড়ি বাংলাদেশে আর উড়তে দেওয়া হবে না: আসিফ মাহমুদ Mar 22, 2025
img
সেনাবাহিনী পাশে না দাঁড়ালে গৃহযুদ্ধের পরিস্থিতি হতো: নুরুল হক Mar 22, 2025
img
ড. ইউনূস ও মোদির বৈঠকের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি দিল্লি: রণধীর জয়সওয়াল Mar 22, 2025
img
ইউটিউবিয়ান চিন্তা থেকে সমস্যার সমাধান করা যাবে না: মির্জা ফখরুল Mar 22, 2025
img
বিভাজনের পথ বেয়েই আ.লীগ আসবে, বিরোধ ভুলে ঐক্যবদ্ধ হোন: মাহফুজ Mar 22, 2025
img
আওয়ামী লীগ দল হিসেবে কোনও অপরাধ করেনি: ব্যারিস্টার খোকন Mar 22, 2025
img
হাসিনা পালিয়ে গেলেও এখনো গণতন্ত্র পাইনি : শামা ওবায়েদ Mar 22, 2025
img
‘আব্বা’ বাহিনীর পৃষ্ঠপোষক ইকবাল গ্রেফতার Mar 21, 2025
img
ঈদযাত্রায় চলবে ১০ বিশেষ ট্রেন Mar 21, 2025
img
লিবিয়া প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি বার্তা Mar 21, 2025