অপপ্রচার চালিয়ে বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রিন্স

বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালিয়ে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। অপপ্রচার চালিয়ে বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না। বিএনপি কচুরিপানার মতো ভেসে আসে নাই, ফু দিয়ে বিএনপিকে উড়িয়ে দেওয়া যাবে না।

বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় ময়মনসিংহের হলুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিল-পূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কুতিকূড়া কোরুয়াপাড়া উঁচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনায় এমরান সালেহ প্রিন্স বলেন, সরকার বা বিরোধী দল, বিএনপি যে অবস্থানেই থাকুক, বিএনপি সুখ-দুঃখে সব সময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। বিএনপির অবস্থান জনগণের হৃদয়ের গভীরে, অপপ্রচার ও ষড়যন্ত্র করে বিএনপিকে জনগণের কাছ থেকে দূরে সরিয়ে রাখা যাবে না।

এ সময় দেশকে অস্থিতিশীল করার যে কোনো চক্রান্ত ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করার আহ্বান জানিয়ে প্রিন্স আরও বলেন, নির্বাচনছাড়া স্থিতিশীলতা আসবে না। সংস্কার চলমান প্রক্রিয়া, সংস্কারের জন্য নির্বাচন বিলম্বিত করা যাবে না। সাত মাসেও সংস্কার কেন আলোর মুখ দেখে নাই তা অন্তর্বর্তী সরকার ও তাদের নিয়ন্ত্রণকারীদের বলতে হবে। সংস্কারের নামে নির্বাচনকে দীর্ঘায়িত করার কোনো সুযোগ নাই। সংস্কার ও নির্বাচন আপন গতিতে চলা উচিত। একটির জন্য আরেকটিকে থামিয়ে রাখা যাবে না।

দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে প্রিন্স বলেন, দ্রুত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা জনগণের দাবি। তাই অবাধ-নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনে অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাজনীতি এবং রাষ্ট্রের পরিবর্তন আনতে চান উল্লেখ করে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, তিনি (তারেক রহমান) রাষ্ট্র সংস্কারে ৩১ দফা উপস্থাপন করেছেন। একত্রিশ দফার বাইরেও যদি রাষ্ট্রসংস্কারের ভালো কোনো প্রস্তাব থাকে তাহলে তাও তিনি গ্রহণ করতে প্রস্তুত। বিএনপি রাষ্ট্র সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ। ইনশাল্লাহ জনগণের রায় নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তার পূর্ব ঘোষণা অনুযায়ী সর্বদলীয় সরকার গঠন করে রাষ্ট্র সংস্কার করবে।

সভায় দলীয় নেতাকর্মীদের সতর্ক করে প্রিন্স বলেন, বিএনপির নাম ব্যবহার করে যারা অপকর্ম করবে তাদেরকে বিএনপি আশ্রয়-প্রশ্রয় দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না। যারা অপকর্ম করছে তাদের বিরুদ্ধে শুধু সাংগঠনিক ব্যবস্থায়ী নয়, আইনগত ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে। সে যত ত্যাগী নেতাই হোক না কেন, অপকর্ম করলে তার ছাড় নাই।

হলুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ধারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপি নেতা ইলিয়াস খাঁন, হলুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, যুগ্ম আহ্বায়ক আমতৈল ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান, কাজী ফরিদ আহমেদ পলাশ, নলিতাবাড়ী উপজেলা বিএনপি নেতা নুরুল আমিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈমুর আরেফিন পাপন বক্তব্য দেন।

আরএইচ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ঢাকায় হোম অ্যাফেয়ার্স অফিস চালু করছে অস্ট্রেলিয়া Mar 28, 2025
img
বিক্ষোভের মধ্যেই ইস্তাম্বুলের অন্তর্বর্তী মেয়র নির্বাচিত নুরি আসলান Mar 28, 2025
img
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের বিরুদ্ধে উয়েফার তদন্ত Mar 27, 2025
img
বিদেশে বিনিয়োগের সুযোগ পেল দেশের স্টার্টআপ কোম্পানি Mar 27, 2025
img
‘সব ওয়েবসাইটে দেব, যেন মানুষ দেখতে পারে কোন দল কথা রেখেছে’ Mar 27, 2025
img
৮ লাখ টাকা ছিনতাই, স্বেচ্ছাসেবক দলের দুই নেতা বহিষ্কার Mar 27, 2025
img
ব্যর্থতার দায় নিয়ে ইসরাইলের গাজা ডিভিশন কমান্ডারের পদত্যাগ Mar 27, 2025
দাবি একটাই আমি ডাইরেক্ট এমপি পদ চাই বললেন হিরো আলম Mar 27, 2025
কবে স্বাধীনতা জাদুঘর চালু হতে পারে? Mar 27, 2025
পোশাক ও টেক্সটাইল কারখানার অনেকগুলোই বাকি রেখেছে বেতন-বোনাস Mar 27, 2025