প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবক গ্রেফতার

লক্ষ্মীপুরে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নাহিদুল ইসলাম ভূঁইয়া ওরফে হৃদয় (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে সদর উপজেলার উত্তর হামছাদী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ভুক্তভোগী নারী বাদী হয়ে রাতেই সদর মডেল থানায় হৃদয়ের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা দায়ের করেন। শুক্রবার (২১ মার্চ) সকালে তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ।

গ্রেফতার হৃদয় উত্তর হামছাদী গ্রামের জাফর আহমেদ পরান ভূঁইয়ার ছেলে। ভুক্তভোগী ওই এলাকারই এক প্রবাসীর স্ত্রী।

ভুক্তভোগীর ভাষ্যমতে, তার স্বামী দেশে থাকাকালে হৃদয়ের কাছ থেকে ১ হাজার টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা পরিশোধ করতে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি তার শিশু সন্তানকে নিয়ে হৃদয়ের বাড়িতে যান। এ সময় হৃদয় কৌশলে তাকে ঘরে ডেকে নেয় এবং পেছন থেকে মুখ চেপে ধরে খাটে ফেলে দেয়। পরে গামছা দিয়ে হাত বেঁধে গলায় ধারালো অস্ত্র ধরে হত্যার হুমকি দিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।

ধস্তাধস্তির একপর্যায়ে তার জামাকাপড় ছিঁড়ে ফেলে হৃদয়। এ সময় শিশুসন্তান কান্না করলে তাকে পাশের ঘরে আটকে রাখে। পরে তিনি হাতের বাঁধ খুলে পালানোর চেষ্টা করলে বাড়ির উঠোনে গিয়ে অভিযুক্ত তাকে মুখে আঘাত করে। স্থানীয়রা ঘটনাটি টের পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত হৃদয়কে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী নিজেই বাদী হয়ে থানায় মামলা করেছেন। শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।’

আরএইচ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ঢাকায় হোম অ্যাফেয়ার্স অফিস চালু করছে অস্ট্রেলিয়া Mar 28, 2025
img
বিক্ষোভের মধ্যেই ইস্তাম্বুলের অন্তর্বর্তী মেয়র নির্বাচিত নুরি আসলান Mar 28, 2025
img
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের বিরুদ্ধে উয়েফার তদন্ত Mar 27, 2025
img
বিদেশে বিনিয়োগের সুযোগ পেল দেশের স্টার্টআপ কোম্পানি Mar 27, 2025
img
‘সব ওয়েবসাইটে দেব, যেন মানুষ দেখতে পারে কোন দল কথা রেখেছে’ Mar 27, 2025
img
৮ লাখ টাকা ছিনতাই, স্বেচ্ছাসেবক দলের দুই নেতা বহিষ্কার Mar 27, 2025
img
ব্যর্থতার দায় নিয়ে ইসরাইলের গাজা ডিভিশন কমান্ডারের পদত্যাগ Mar 27, 2025
দাবি একটাই আমি ডাইরেক্ট এমপি পদ চাই বললেন হিরো আলম Mar 27, 2025
কবে স্বাধীনতা জাদুঘর চালু হতে পারে? Mar 27, 2025
পোশাক ও টেক্সটাইল কারখানার অনেকগুলোই বাকি রেখেছে বেতন-বোনাস Mar 27, 2025