চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে পাকিস্তানের লোকসান হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমে যে খবর প্রকাশিত হচ্ছে তা সত্য নয় বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভারতের সংবাদমাধ্যমগুলোর খবর দৃষ্টিগোচর হতেই গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরেছে পিসিবি। যেখানে ভারত খেলতে না আসায় আইসিসির কাছ থেকে ৯৩ কোটি রুপি পাবে বোর্ড।
ভারতের না যাওয়ায় হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন ও ফাইনাল ভারতের মাটিতে না হওয়ায় পাকিস্তানে বড় অঙ্কের লোকসান হয়েছে বলে দাবি করা হয়েছিল পাকিস্তানের প্রতিবেশী দেশ ভারতের সংবাদমাধ্যমগুলোতে। সেখানে বলা হচ্ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করে পিসিবির ৮৫ মিলিয়ন ডলার (প্রায় ১০৩২ কোটি টাকা) ক্ষতি হয়েছে। কারণ হিসেবে দেখানো হয়েছে নিজেদের মাত্র একটি ম্যাচ আয়োজন করতে পেরেছিল দেশটি। আর বাংলাদেশের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচটিও বৃষ্টিতে ভেসে যাওয়া আর ভারতের ম্যাচ দুবাইয়ে হওয়া।
গতকাল সংবাদ সম্মেলনে পিসিবি সভাপতির পরামর্শক আমির মির বলেন,‘আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পিসিবি কোনো অর্থই খরচ করেনি, ৭০ মিলিয়ন ডলারের পুরো অর্থ আইসিসি বহন করেছে। তবে এখনও পুরো অডিট সম্পন্ন হয়নি। পিসিবি কেবল সরকারকে ৪ বিলিয়ন রুপি ট্যাক্স হিসেবে দিয়েছে, যখন ফাইন্যান্সিয়াল রিজার্ভ বেড়ে গিয়েছিল। চ্যাম্পিয়ন্স ট্রফিও সফলভাবে আয়োজন করা হয়। কারণ বেশিরভাগ দলই এখানে খেলেছে।’
ভারতীয় গণমাধ্যমগুলোকে প্রোপাগান্ডার দোকান উল্লেখ করে তিনি বলেন,‘ পাকিস্তান-বিরোধী উপাদান নিয়ে ভারতীয় মিডিয়া প্রোপাগান্ডার দোকান খুলে বসেছে। যা আমরা পরিষ্কার করা প্রয়োজন বলে মনে করছি। দুর্ভাগ্যবশত কিছু পাকিস্তানি মিডিয়াও সেসব খবর প্রচার করছে।’
ভারত পাকিস্তানে খেলতে না আসায় আইসিসির কাজ থেকে বেশ মোটা অঙ্কের অর্থ পাবে উল্লেখ করে পিসিবির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার জাভেদ মুরতাজা বলেন,‘ এই আসরে পিসিবি শুধু প্রায় ১০০ কোটি রুপি আয় করেনি, অডিট শেষ হওয়ার পরে এই অর্থ আরও বাড়বে । এছাড়া ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে না যাওয়ার জন্য যে ক্ষতি হয়েছে, তার জন্য আইসিসির কাছ থেকে আরও ৯৩ কোটি রুপি পাবো বলেও আশা করছি।’
এফপি/টিএ