বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের শূন্যরেখা সীমান্তে মায়ানমার থেকে ছোঁড়া গুলিতে এক বাংলাদেশি যুবক, মোহাম্মদ জাহাঙ্গীর (২০) আহত হয়েছেন। শুক্রবার (২১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটে। তিনি স্থানীয় নুরুল কবিরের ছেলে এবং ঘুমধুম ইউপির ৩নং ওয়ার্ডের বাসিন্দা। আহত জাহাঙ্গীরকে পার্শ্ববর্তী উখিয়ার কুতুপালংয়ের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার বাম পায়ে দুটি গুলি লেগেছে, এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
জাহাঙ্গীরের পরিবার জানায়, তিনি সীমান্ত সংলগ্ন এলাকায় চাষাবাদের জমিতে পানি দিতে গিয়েছিলেন। তবে স্থানীয় একটি সূত্র জানাচ্ছে, যেখানে জাহাঙ্গীর গুলিবিদ্ধ হয়েছেন, সেখানে সীমান্তের চোরাকারবারিরা সক্রিয় রয়েছে।
মায়ানমারের আরকান আর্মি, যে বিদ্রোহী গোষ্ঠী রাখাইনে জান্তার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে, তারা সীমান্তের এই অঞ্চলে শক্ত অবস্থান নিয়েছে। এর পাশাপাশি, বিভিন্ন রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীও সীমান্ত এলাকায় তৎপর রয়েছে। তবে, জাহাঙ্গীরকে গুলি করা মূলত কাদের পক্ষ থেকে হয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এসএস