ফেসবুকে মন্তব্য নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

লক্ষ্মীপুরের রায়পুরে ফেসবুকে করা এক মন্তব্যকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হায়দারগঞ্জ বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

রাতেই বিষয়টির সত্যতা নিশ্চিত করেন হায়দারগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আবুল কালাম আজাদ।

আহতরা হলেন- লিটন হাওলাদার, হোসেন মাতাব্বর, কাশেম ব্যাপারী, মোস্তফা, মো. হেলাল, মো. কাউছার, ইসারুল্লা, মুর্তজা মাহি, জয়নালসহ ১০ জন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। তাদের মাথা, হাত ও পাসহ শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে।

এদিকে ঘটনার পর হায়দারগঞ্জ বাজার এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেনাবাহিনী ও পুলিশ টহল দিচ্ছে। যেকোনো সময় ফের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক বিএনপির সিনিয়র ৩ নেতা জানায়, ফেসবুকে একটি পোস্টে মন্তব্য করা নিয়ে উত্তর চর আবাবিল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবদুল বাছেদ হাওলাদার ও যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান সর্দারের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর জের ধরে দুই গ্রুপের নেতাকর্মীরা ঘটনার সময় সংঘর্ষে জড়িয়ে পড়ে।

উত্তর চর আবাবিল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সর্দার বলেন, বিএনপির লোকজন সন্ধ্যায় আওয়ামী লীগ এবং মাদকের বিরুদ্ধে মিছিল বের করে। কিন্তু বাছেদ হাওলাদারের লোকজন বিএনপি ও আওয়ামী লীগের কয়েকজনকে সাথে নিয়ে ওই মিছিলে হামলা করে। এতে সংঘর্ষ বেঁধে যায়। হামলায় আমাদের ৬-৭ জন আহত হন।

তিনি বলেন, হাওলাদার পরিবার (বিএনপি নেতা বাছেদ হাওলাদার) আওয়ামী লীগের সময়ও সুবিধা নিয়েছেন। এখন বিএনপির সময়ও সুবিধা নিচ্ছে- এ ধরনের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আমাদের লোকজনের ওপর এ হামলা করেছে।

এ বিষয়ে বিএনপি নেতা আবদুল বাছেদ হাওলাদারের বক্তব্য জানা যায়নি। তবে তার ছেলে লিটন হাওলাদার বলেন, আমার বাবার নামে মামুন নামের একব্যক্তি ফেসবুকে কয়েকটি কমেন্ট করে। এর প্রতিবাদে লোকজন মিছিল করতে গেলে অতর্কিত হামলা করে আমাদের লোকজনকে জখম করে।

রায়পুর উপজেলা বিএনপির সদস্যসচিব নাজমুল ইসলাম মিঠু বলেন, হাওলাদার ও সরদার পরিবারের দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এটি বিএনপির দলীয় বিরোধে ঘটেনি।

হায়দারগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) আবুল কালাম আজাদ বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে বাজারে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।


এসএস

Share this news on:

সর্বশেষ

img
দেশের no. 1 প্যান ইন্ডিয়া সুপারস্টার হলেন প্রভাস : Ormax রেটিং Mar 22, 2025
img
সাংবাদিকদের নবম গ্রেডে বেতন দেওয়ার প্রস্তাব Mar 22, 2025
img
এবার কমলা-হিলারির নিরাপত্তা ছাড়পত্র বাতিল করলেন ট্রাম্প Mar 22, 2025
img
জামায়াত আমির ইতেকাফে বসেছেন Mar 22, 2025
img
ইন্দোনেশিয়ায় নৌকা ডুবে অস্ট্রেলীয় পর্যটক নিহত Mar 22, 2025
img
আ.লীগের সুবিধাভোগীদের মধ্যে অন্যতম জি এম কাদের : ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন Mar 22, 2025
img
নাফ নদীতে রোহিঙ্গা বোঝাই ট্রলারডুবি, বিজিবি সদস্য নিখোঁজ Mar 22, 2025
img
দেশের নদীগুলোর স্থানীয় নাম প্রকাশ করা হবে: রিজওয়ানা Mar 22, 2025
img
কারখানার অপারেটরকে মারধর, গাজীপুরে মহাসড়ক অবরোধ Mar 22, 2025
img
হিথ্রো বিমানবন্দরে বিদ্যুৎ বিভ্রাটে দুর্ভোগে পড়েন প্রায় ২ লাখ যাত্রী Mar 22, 2025