মাদক পাচারের দায়ে বিএসএফের হাতে এক বাংলাদেশি গ্রেফতার

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ভারত-বাংলাদেশ সীমান্তে আনুমানিক ৬ কোটি ৭৭ লক্ষ ৪০ হাজার রুপি মূল্যের হেরোইন পাচারের চেষ্টার সময় এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে বিএসএফ। বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের ফিরোজপুর সীমান্ত ফাঁড়ির জওয়ানদের অভিযানে পাচারকারীদের চেষ্টা ব্যর্থ হয়েছে। অভিযানের সময় জওয়ানরা ৩.৩৮৭ কেজি হেরোইন বাজেয়াপ্ত করেছেন।

শুক্রবার (২১ মার্চ) ফিরোজপুর সীমান্ত ফাঁড়ির জওয়ানরা গোপন সূত্রে তথ্য পান যে, সাদামাচর এলাকা থেকে অবৈধ জিনিস পাচার হতে পারে। সেই তথ্যের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেন তারা। সীমান্ত অঞ্চলে কঠোর নজরদারি শুরু করেন। বিকেল ৪টার দিকে জওয়ানরা ভারতীয় সীমান্ত থেকে বাংলাদেশের দিকে আন্তর্জাতিক সীমান্তে যাওয়া দু’জন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পান।

ভীত ও আতঙ্কিত হয়ে চোরাকারবারিরা দ্রুত সেগুলো কাছের ঝোপের মধ্যে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। বিএসএফ জওয়ানরা তাদের ধাওয়া করে একজনকে ধরে ফেলেন। অন্যজন পালিয়ে যায়।

এই ঘটনার পর বিএসএফ জওয়ানরা এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেন। অভিযান চলাকালীন, ঝোপ এবং আশপাশের এলাকা থেকে ৫টি প্যাকেট উদ্ধার করেন। যার মধ্যে সন্দেহজনক বাদামি পাউডার পাওয়া গিয়েছে। উদ্ধার করা প্যাকেটগুলো তাৎক্ষণিকভাবে বাজেয়াপ্ত করে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষার পর জানা যায়, সেগুলো হেরোইন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি স্বীকার করেছেন যে, তিনি সাম্প্রতিক বিভিন্ন আন্তঃসীমান্ত চোরাচালান কার্যকলাপের সঙ্গে জড়িত একজন বাংলাদেশি নাগরিক। তিনি জানান, প্যাকেটগুলো তার ভারতীয় সহযোগীরা তাকে দিয়েছিল। যারা তাকে সীমান্তের ওপারে অন্য বাংলাদেশি ব্যক্তিকে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছিল। যার বিনিময়ে তার কিছু টাকা পাওয়ার কথা ছিল। 

বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ আধিকারিক ডিআইজি একে আর্য বলেন, মাদক পাচারের বিরুদ্ধে অভিযানে এটি একটি উল্লেখযোগ্য সাফল্য। এই সাফল্যের কৃতিত্ব সম্পূর্ণরূপে বিএসএফ জওয়ানদের। তাদের সতর্কতা এবং তাৎক্ষণিক পদক্ষেপ কেবল চোরাচালানের প্রচেষ্টাকেই ব্যর্থ করে দেয়নি, বরং চোরাকারবারিদের মনোবলকেও উল্লেখযোগ্যভাবে হ্রাস করেছে।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ঢাকায় হোম অ্যাফেয়ার্স অফিস চালু করছে অস্ট্রেলিয়া Mar 28, 2025
img
বিক্ষোভের মধ্যেই ইস্তাম্বুলের অন্তর্বর্তী মেয়র নির্বাচিত নুরি আসলান Mar 28, 2025
img
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের বিরুদ্ধে উয়েফার তদন্ত Mar 27, 2025
img
বিদেশে বিনিয়োগের সুযোগ পেল দেশের স্টার্টআপ কোম্পানি Mar 27, 2025
img
‘সব ওয়েবসাইটে দেব, যেন মানুষ দেখতে পারে কোন দল কথা রেখেছে’ Mar 27, 2025
img
৮ লাখ টাকা ছিনতাই, স্বেচ্ছাসেবক দলের দুই নেতা বহিষ্কার Mar 27, 2025
img
ব্যর্থতার দায় নিয়ে ইসরাইলের গাজা ডিভিশন কমান্ডারের পদত্যাগ Mar 27, 2025
দাবি একটাই আমি ডাইরেক্ট এমপি পদ চাই বললেন হিরো আলম Mar 27, 2025
কবে স্বাধীনতা জাদুঘর চালু হতে পারে? Mar 27, 2025
পোশাক ও টেক্সটাইল কারখানার অনেকগুলোই বাকি রেখেছে বেতন-বোনাস Mar 27, 2025