ব্যান্ডপার্টিসহ শতাধিক গাড়িবহর নিয়ে পঞ্চগড়ে সারজিস

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘কথা নয়, আমরা কাজ করে দেখাতে চাই। আগামীর বাংলাদেশে কেউ আর দলের নাম দেখে মার্কা দেখে ভোট দেবে না।’

আজ সোমবার (২৪ মার্চ) দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে নেমে ব্যান্ডপার্টিসহ গাড়িবহর নিয়ে পঞ্চগড়ে যান সারজিস। কমিটির পদ পাওয়ার পর এবারই প্রথম নিজ জেলা পঞ্চগড়ে শতাধিক গাড়িবহর নিয়ে শোডাউন ও জেলার বিভিন্ন এলাকায় পথসভা করেন তিনি।

দেবীগঞ্জ উপজেলা সদরের বিজয় চত্বরে পথসভায় সারজিস আলম বলেন, ‘আগামীতে বাংলাদেশে কেউ আর দলের নাম দেখে, মার্কা দেখে ভোট দেবে না। এত দিন সাধারণ মানুষকে নেতারা বিভিন্নভাবে ব্যবহার করেছেন।

ভোটের আগের দিন যান আর কিছু টাকা ধরিয়ে দেন। আর ভোটের পরে যেকোনো কাজের জন্য গেলে আগে টাকার জন্য হাত পেতে থাকেন।

নতুন বাংলাদেশে এগুলো আর হতে দেওয়া যাবে না।’

তিনি আরো বলেন, ‘যে জনপ্রতিনিধি হয়ে কাজ না করে সাধারণ মানুষের কাছে লুটপাট করবেন তাদের আর জনপ্রতিনিধি হিসেবে মেনে নেওয়া যাবে না। ৫ বছরে যদি কোনো নেতার কাছে এক দিন কিছু নেন তাহলে পরবর্তী ৫ বছর আপনার রক্ত চুষে খাবেন। কোনো মেম্বার-চেয়ারম্যান, এমপি-মন্ত্রীকে সুযোগ দেওয়া যাবে না।’

আমি আপনাদের সন্তান উল্লেখ করে সারজিস বলেন, ‘আমরা ভুল করলে শুধরে দেবেন। আর কোনো দলের অন্ধ ভক্ত হবেন না। অন্ধ ভক্ত হলে আপনার মূল্য কেউ দেবে না। আমরা আপনাদের কাছে মার্কা নিয়ে যাব, যদি আপনাদের কথা রাখতে পারি তাহলে আমাদের ভোট দেবেন। পঞ্চগড় আমার জন্মভূমি তাই আপনাদের কাছে আমার আলাদা দাবি আছে।’

এ সময় আঞ্চলিক ভাষায় তিনি বলেন, ‘হামার সংগঠন থাকি তোমহার বাড়ি যামো, পন্থা লাপা, ভর্তা দিয়া খামো আর দেশটাক উন্নয়ন করির জন্য গল্প করিমো।’

এ সময় তার শোডাউনে জাতীয় নাগরিক পার্টি পঞ্চগড় জেলার নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। পরে তিনি যাত্রা পথে সাকোয়া, বোদা, তেঁতুলিয়া ও পঞ্চগড়ে পথসভা করেন। আজ নিজ উপজেলা আটোয়ারীতে জাতীয় নাগরিক কমিটির আয়োজনে ইফতার মাহফিলে যোগ দেবেন তিনি।

এফপি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
লক্ষ্মীপুরে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-ছেলে নিহত, আহত তিন Mar 29, 2025
img
ভূমিকম্পের ধ্বংসস্তূপে নবজাতকের জন্ম Mar 29, 2025
img
১৭ বছরের যন্ত্রণার অবসান, ধোনিদের হারিয়ে নাচ কোহলির! Mar 29, 2025
img
ঈদের দুদিন আগেও খোলা ট্রাক-পিকআপে ছুটছে ঘরমুখো মানুষ Mar 29, 2025
img
মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে নিজ এলাকায় এনসিপির নিজাম উদ্দিন Mar 29, 2025
img
চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের চট্টগ্রাম-কুনমিং ফ্লাইট চালুর পরিকল্পনা Mar 29, 2025
img
সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ, যাকে দায়ী করলেন অমিত শাহ Mar 29, 2025
img
এবারের ঈদে যে ১০ নাটক সাড়া ফেলতে পারে Mar 29, 2025
img
প্রথম ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া Mar 29, 2025
img
কিছু পক্ষ সংবিধানসহ সকল ব্যবস্থা আগের মতো রেখে দিতে চায় : সামান্তা শারমিন Mar 29, 2025