আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করতে হবে : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, "আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করা যায় না। সরকারকে আহ্বান জানাচ্ছি, আওয়ামী লীগকে একটি সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করতে হবে এবং তাদের নিবন্ধন বাতিল করতে হবে।"তিনি আরও বলেন, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এই দাবি উত্থাপন করা হয়েছে।


সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের বাংলা ভবন রেস্টুরেন্টে নারায়ণগঞ্জ জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘আমরা সংস্কারের কথা বলছি। মানুষ আসলে পরিবর্তন চায়। আমরা দেখছি বিভিন্ন পুরনো বন্দোবস্তকেই সমর্থন দিয়ে যাচ্ছে।


সংস্কারে অনেকেরই অনাগ্রহ। যতই অনাগ্রহ থাকুক না কেন আমরা যারা জুলাই গণ-অভ্যুত্থানে ছিলাম তারা অবশ্যই পরিবর্তনের লক্ষ্যে কাজ করব।’


নাহিদ ইসলাম আরো বলেন, ‘নারায়ণগঞ্জ সব আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জুলাই আন্দোলনেও নারায়ণগঞ্জের ছাত্র-ছাত্রীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।


আমার অনেক ভাই-বোন আহত হয়েছেন। জাতীয় নাগরিক পার্টি একটি নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা মানুষের প্রত্যাশা, ভালোবাসা এবং সমর্থন নিয়েই নতুন রাজনীতি করতে চাই।’


তিনি আরো বলেন, ‘এনসিপি তিনটি এজেন্ডা নিয়ে কাজ করছে। আমরা বলেছি, জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার, রাষ্ট্রের কাঠামোর সংস্কার ও নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচনের কথা আমরা বলেছি।


কারণ আমরা মনে করি, বর্তমানের প্রেক্ষাপট ছিল জুলাই আন্দোলন। আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা না হলে আমরা আরেকটি ফ্যাসিবাদ যে দেখব না তার নিশ্চয়তা নেই।’


জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সদস্য আহমেদুর রহমান তনু, শওকত আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


এমআর/টিএ

Share this news on:

সর্বশেষ