২০২৫ সাল বলিউডের জন্য এক মোড় ঘোরানো সময় হয়ে উঠতে চলেছে—এ কথা স্পষ্ট বছরের প্রথম ছ’মাসের ফলাফলে। বছরের শুরুতেই বিকি কৌশলের ‘ছাভা’ বাজিমাত করেছে, অন্যদিকে একের পর এক বড় বাজেটের ছবি মুখ থুবড়ে পড়েছে দর্শকের অভাবে। তবে তার মাঝেও উঠে এসেছে কিছু নতুন বার্তা — তারকাদের নাম নয়, জিতছে কনটেন্ট।
১৪ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া ঐতিহাসিক ছবি ‘ছাভা’ বক্স অফিসে একেবারে ঝড় তোলে। মোট আয় ৭৯৭.৯ কোটি, যা নন-সিক্যুয়েল হিন্দি সিনেমার দ্রুততম ₹৬০০ কোটির রেকর্ড তৈরি করেছে। বিতর্ক থাকলেও ছবির সংগীত, স্কেল এবং কাহিনি জয় করে নেয় জাতির হৃদয়।
মে মাসে আসে অজয় দেবগণের ‘রেইড ২’। আয় ২২২ থেকে ২৪৩ কোটি টাকার মধ্যে। প্রমাণ হয়, পরিকল্পিত মুক্তির দিন ঠিক থাকলে সিনেমার ভাগ্য বদলাতেও সময় লাগে না। অন্যদিকে জুনে আমির খানের ‘সিতারে জমিন পার’ আবেগঘন গল্প দিয়ে দর্শকের মন জয় করে নেয় — আয় ২০৫ কোটি টাকা।
তবে সব সিনেমা যে এমন উঁচু সোপানে উঠেছে, তা নয়। ‘হাউসফুল ৫’ যেমন প্রত্যাশার তুলনায় পারফর্ম করেনি। পুরনো ধাঁচের কমেডি নিয়ে সমালোচনার মুখে পড়ে এটি। ‘কেসরি চ্যাপ্টার ২’ ও ‘জাট’-এর শুরুটা ভালো হলেও পরে গতি হারায়।
সবচেয়ে হতাশ করেছে যে ছবিগুলো, তাদের মধ্যে রয়েছে কাজলের ‘মা’ — যা খুব স্বল্প আয়েই থেমে যায়। ‘ভুলচুক মাফ’ও প্রথম সপ্তাহের পর ফুরিয়ে যায়। অন্যদিকে, ‘ইমার্জেন্সি’, ‘স্কাইফোর্স’, ‘দ্য ভূতনি’, ‘গ্রাউন্ড জিরো’—সবকটিই বড় বাজেট, বড় প্রচার থাকা সত্ত্বেও দর্শকের মন পায়নি।
তবে এই পরিস্থিতিতে চমক দিয়েছে হলিউড। ‘ফাইনাল ডেস্টিনেশন: ব্লাডলাইন্স’, ‘মিশন ইম্পসিবল: দ্য ফাইনাল রেকনিং’ এবং সবচেয়ে বেশি আলোচিত ব্র্যাড পিট-এর রেসিং ড্রামা ‘এফ১’ — এগুলো শুধু জনপ্রিয় হয়নি, বরং বহু বলিউড ছবিকে পিছনে ফেলে দিয়েছে মাল্টিপ্লেক্স আয় দিয়ে।
এখন প্রশ্ন, আগামী দিনে কী হতে চলেছে? দ্বিতীয়ার্ধে রয়েছে বহুপ্রতীক্ষিত ‘ওয়ার ২’ — যেখানে হৃত্বিক রোশন মুখোমুখি হবেন জুনিয়র এনটিআরের সঙ্গে। এছাড়া রয়েছে ‘সন অফ সরদার ২’, ‘বাগি ৪’ এবং ম্যাডডক ফিল্মসের হরর ইউনিভার্সের নতুন ছবি ‘থামা’।
সব মিলিয়ে স্পষ্ট—২০২৫ সালের সিনেমাজগত কেবল তারকার ঝলকে নয়, বরং গল্প, নির্মাণ ও অভিনয়ের গুণে টিকে থাকতে চলেছে। আর এই ধারাবাহিকতা যদি বজায় থাকে, তবে এ বছরটি বলিউডের জন্য হতে পারে বহু প্রতীক্ষিত "কামব্যাক ইয়ার"।