বলিউডের গণ্ডি পেরিয়ে নিজেকে আন্তর্জাতিক অঙ্গনে মেলে ধরেছেন দীপিকা পাড়ুকোন। পৌঁছেছেন অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস তথা অস্কারের মঞ্চেও। তাঁর অভিনীত গান নিয়ে বাহবা দিয়েছিল অ্যাকাডেমি। অথচ এ অস্কারেরই সমালোচনা করলেন ‘পিকু’ অভিনেত্রী।
তাঁর মতে, বহুবার ভারতীয় ছবিকে বঞ্চিত করা হয়েছে অস্কারে। দীপিকা বলেন, ‘অনেকবার ভারতীয় ছবি অস্কারের যোগ্য ছিল; কিন্তু তা ছিনিয়ে নেওয়া হয়েছে। কখনো সিনেমা কখনো মেধা, ভারতকে বারবার বঞ্চিত করা হয়েছে।’
২০২৩ সালে ভারতের তেলুগু ছবি ‘আরআরআর’-এর গান ‘নাটু নাটু’ সেরা মৌলিক গানের অস্কার জিতেছিল।
সেই আসরে অস্কার প্রেজেন্টার হিসেবে উপস্থিত ছিলেন দীপিকাও। ভারতীয় গানের অস্কার জয়ের ওই মুহূর্তটি ‘ভীষণ আপন’ ছিল বলে জানান অভিনেত্রী। দীপিকার ভাষ্য, “যখন
‘আরআরআর’-এর গানের নাম ঘোষণা করা হয়েছিল, আমি আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম। যদিও ছবিটির সঙ্গে আমার কোনো যোগসূত্র নেই, তবু এ প্রাপ্তি বিশাল।
মনে হয়েছিল, আমারই ব্যক্তিগত অর্জন।’
একটি ভিডিও আলাপচারিতায় দীপিকার কাছে অস্কার নিয়ে জানতে চাওয়া হয়। সেখানেই তিনি কথাগুলো বলেন। পাশাপাশি এও জানান, এবারের অস্কারে সেরা অভিনেতা হিসেবে অড্রিয়েন ব্রডি পুরস্কৃত হওয়ায় তিনি আনন্দিত। দীপিকার ওই ভিডিওতে ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’, ‘লাপাতা লেডিস’, ‘তুম্বাড়’, ‘দ্য লাঞ্চবক্স’সহ বিভিন্ন ছবির ফুটেজ ব্যবহার করা হয়েছে।
এসব ছবি সমালোচক মহলে প্রশংসিত হলেও অস্কারে মনোনয়ন পায়নি।
এসএন