পরিবেশবান্ধব শক্তির জন্য চীনে ১০ কোটি ডলার দেবে অ্যাপল
মোজো ডেস্ক 12:36PM, Mar 26, 2025
ক্লিন এনার্জি বা পরিবেশবান্ধব শক্তির জন্য চীনে ৯ কোটি ৯০ লাখ ডলারের নতুন তহবিলের ঘোষণা করেছে মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপল ।
গত সোমবার (২৪ মার্চ) চীনের সঙ্গে পরিবেশবন্ধব নতুন এক শক্তি তহবিল গঠনের ঘোষণা দিয়েছে অ্যাপল, যা কোম্পানিটির প্রধান নির্বাহী টিম কুকের বেইজিং সফরের সঙ্গে কাকতালীয়ভাবে মিলে যায় বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
এক বিবৃতিতে অ্যাপল বলেছে, চীনে নিজেদের পরিবেশবান্ধব শক্তির সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এ পদক্ষেপ নিয়েছে তারা।
২০৩০ সালের মধ্যে কোম্পানিটির সরবরাহ চেইনকে শতভাগ নবায়নযোগ্য শক্তিতে রূপান্তর করতে চায় আইফোন নির্মাতা অ্যাপল, সেই প্রচেষ্টারই অংশ এই পদক্ষেপ।
এর আগে এ বছরের ফেব্রুয়ারিতে টেক্সাসে বিশাল এআই কারখানা নির্মাণ’সহ আগামী চার বছরে যুক্তরাষ্ট্রে ৫০ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে অ্যাপল।
এদিকে, অ্যাপল টিভি প্লাস-এর সাবস্ক্রিপশন কমে যাওয়ায় স্ট্রিমিং পরিষেবায় বছরে একশ কোটি ডলারেরও বেশি লোকসানের মুখে পড়ছে অ্যাপল।