স্মৃতিসৌধে আওয়ামীলীগের ঝটিকা মিছিল, আটক ৩

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগের কয়েকজন সমর্থক। এ সময় স্মৃতিসৌধ এলাকা থেকে উসকানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগ তুলে তিন জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে আওয়ামী লীগের অনুসারী তিন জনকে আটক করা হয়।

আটকরা হলেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের মহাসচিব সিরাজগঞ্জ জেলার সেলিম রেজা (৪৭), মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম (৫০) ও আশুলিয়ার দক্ষিণ গাজীরচরের সোহেল পারভেজ (৪১)।

জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে শ্রদ্ধা জানানো শেষে ফিরে যাওয়ার পথে ৫০ জনের মতো লোক লাল পতাকা হাতে জয় বাংলা, জয় বঙ্গবন্ধুসহ আওয়ামী লীগের বিভিন্ন স্লোগান দেন। পরে কিছু লোক তাদের ধাওয়া দিয়ে কয়েক জনকে মারধর করেন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে আওয়ামী লীগ সন্দেহে তিন জনকে আটক করে নিয়ে যায়।

ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির বলেন, আনুমানিক ১১টার সময় ৫/৬ জন জাতীয় স্মৃতি সৌধে উসকানিমূলক স্লোগান দিয়ে মহান স্বাধীনতা দিবসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছিল। এ সময় তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

এসএম/টিএ

Share this news on: