৪৯৭ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৪৯৭ বোতল ভারতীয় ফেনসিডিল, একটি মোটরসাইকেলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৩। সোমবার (২৫ মার্চ) গভীর রাতে উপজেলার দস্তমপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— দানাজপুর গ্রামের হাসমত আলীর ছেলে হাসিনুর রহমান, দস্তমপুর মধ্যপাড়ার সুরুজ আলীর ছেলে মো. মর্তুল এবং হিরালাল মর্শার ছেলে রতন শর্মা।

পীরগঞ্জ থানা সূত্রে জানা যায়, পীরগঞ্জ উপজেলার চৌরঙ্গী বাজার-ফকিরগঞ্জ পাকা সড়কের একটি ধানক্ষেতের পাশে ওই তিন মাদক ব্যবসায়ী মাদক বেচাকেনা করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‌্যাব-১৩।

এ সময় একটি মোটরসাইকেলসহ ৩ জনকে আটক করে। আটকদের হেফাজতে থাকা ৪৯৭ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির ৬ হাজার ৯০০ টাকা উদ্ধার করে র‌্যাব। পরে তাদের পীরগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, র‌্যাবের সুবেদার ইউনুস আলী বাদী হয়ে ওই তিনজনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।


এসএস/এসএন

Share this news on: