ওজন বাড়ায় চিনি, ত্বকে মাখলে মিলবে রূপের রক্ষা

যাঁরা ওজন নিয়ে সচেতন, চিনির সঙ্গে তাঁদের সম্পর্ক একেবারেই ভালো নয়। চিনি দেওয়া চা থেকে মিষ্টিজাতীয় খাবার, ওজন বেড়ে যাওয়ার ভয়ে এই মিষ্টি সাদা দানাগুলি একেবারে জীবন থেকে বাদ দিয়েছেন। চিকিত্সকেরা জানাচ্ছেন, চিনি না খাওয়ার সিদ্ধান্ত শরীরের জন্য ভালো। তবে ত্বকের যাবতীয় সমস্যা দূর করতে নির্ভয়ে মাখতে পারেন চিনি।

এক্সফোলিয়েটের হিসাবে চিনির ভূমিকা অনবদ্য। ত্বকের উপরিভাগে জমে থাকে মৃত কোষ আদতে তলে তলে ক্ষতি করে। চিনি এই মৃতকোষ পরিষ্কার করে দেয়। চিনিতে রয়েছে গ্লাইকোলিক অ্যাসিড। এই উপাদান ত্বকের কোলাজেন উত্টপাদনে সাহায্য করে। কোলাজেন ত্বকের টান টান ভাব বজায় রাখে।

কী ভাবে মাখবেন চিনি?

১) চিনি গুঁড়ো করে তার সঙ্গে ওটমিল মিশিয়ে নিন। ত্বক যদি অত্যধিক শুষ্ক হয় তা হলে চিনি গুঁড়ো অলিভ অয়েলে মিশিয়ে মাখুন। এই মিশ্রণটি মুখে ১৫ মিনিট মেখে রাখুন। শুকিয়ে এলে ধুয়ে নিন।

২) চিনি আর পাতিলেবুর রস একসঙ্গে মিশিয়ে ত্বকে মাখুন। ভালো করে মাসাজ করে নিন। ৩০ মিনিট পরে জল দিয়ে মুখ ধুয়ে নিন। ত্বকের ধরন যদি অত্যধিক শুষ্ক হয়. তা হলে এই স্ক্রাবার ব্যবহার করা যাবে না।

৩) চিনি এবং টমেটোর মিশ্রণ ত্বকের জন্য ভীষণ ভালো। এই দুই উপাদান অ্যান্টি-এজিং হিসাবে কাজ করে। এই টোটকা ত্বকে অল্প বয়সে বার্ধক্যের ছাপ আটকায়। ত্বকের বয়স ধরে রাখে।

আরএ/টিএ

Share this news on: