বিয়ের গুজবের মাঝে জাহ্নবী কাপুর একেবারে সোজা উত্তর দিলেন “আমার সিনেমার ডেট জিজ্ঞেস করুন, বিয়ের নয়!”
তাঁর তিরুপতিতে বিয়ের ইচ্ছে নিয়ে আগেও শোনা গিয়েছিল নানা গুঞ্জন, কিন্তু এখনকার আপডেট পরিষ্কার করে দিল – "বক্স অফিস > বিয়ে"
জাহ্নবীর হাতে এখন যেসব বড় প্রজেক্ট:
• RC16 – রাম চরণের বিপরীতে, শুটিং চলছে
• Param Sundari – একটি মহিলা-কেন্দ্রিক বিগ বাজেট সিনেমা
•Devara – জুনিয়র এনটিআরের বিপরীতে তেলেগু ডেবিউ, ইতিমধ্যেই প্রশংসিত
• 🧾 Allu Arjun-এর পরবর্তী ছবিতে আলোচনায় (রিউমার চলছে)
এই লাইনআপ প্রমাণ করছে — জাহ্নবী এখন সাউথ ইন্ডাস্ট্রির টপ টায়ার নায়িকাদের একজন!
বলিউড থেকে সাউথ কুইন হওয়ার সফর-
• এখন দক্ষিণ ভারতে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের একজন
• পরিশ্রম, প্যাশন আর ভাষা অ্যাডাপ্ট করার ক্ষমতা — সেটাই তাঁকে এতদূর এনেছে
ইন্ডাস্ট্রি বলছে:
“জাহ্নবী নিজেকে হারায়নি, বরং নতুন করে গড়ে তুলেছেন – এক জন প্যান-ইন্ডিয়া আইকন হিসেবে।”
ফ্যানদের প্রতিক্রিয়া:
“Queen mode ON! সাউথ ইন্ডাস্ট্রিতে জাহ্নবী একদম জমে গেছে!”
“RC16 × Param Sundari = ব্লকবাস্টার কম্বিনেশন!”
“বিয়ে পরে হোক, আগে চাই আরও পাওয়ারফুল চরিত্র!”
শেষ কথা, ক্যারিয়ার আগে, বাকি সব পরে!
এসএন