ইয়েমেনে ১৭টি বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, দাবি হুতিদের

ইয়েমেনে অন্তত ১৭টি বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, এমন দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। বুধবার হুতি গণমাধ্যম জানায়, এসব হামলা সা’দা ও আমরান প্রদেশে পরিচালিত হয়েছে।

হুতিদের আনসারুল্লাহ ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, "যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান আগ্রাসী হামলা চালিয়েছে, যার ফলে নাগরিকদের সম্পদের ক্ষতি হয়েছে।" তবে হতাহতের ব্যাপারে কোনো তথ্য দেওয়া হয়নি।

গত ১৫ মার্চ, ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। লোহিত সাগর ও গালফ অব এডেনে বাণিজ্যিক জাহাজের ওপর হুতিদের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র কঠোর সামরিক শক্তি প্রয়োগের সংকল্প নিয়েছে।

ওই দিন যুক্তরাষ্ট্রের বিমান হামলায় হুতিদের শীর্ষ নেতারা নিহত হয়েছেন বলে জানান মার্কিন কর্মকর্তারা। অন্যদিকে, হুতিদের স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করেছে, হামলায় ৫৩ জন নিহত হয়েছেন।

এরপর থেকে হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের এলাকাগুলোতে প্রায় প্রতিদিনই হামলা চালানো হচ্ছে। হুতিরা এসব হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করছে। একইসঙ্গে, হুতিরা জানিয়েছে, তারা মার্কিন সামরিক জাহাজ ও ইসরায়েলকে লক্ষ্যবস্তু করেছে।

গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে হুতিরা প্রথমে শিপিং রুটে হামলা শুরু করেছিল। তবে জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলে তারা এসব হামলা বন্ধ করে।

তবে চলতি মাসের শুরুতে হুতিরা হুমকি দেয়, গাজায় ত্রাণ সহায়তা প্রবেশে ইসরায়েলের বাধা অব্যাহত থাকলে তারা গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য রুটে আবারও হামলা শুরু করবে।

এরপরই যুক্তরাষ্ট্র ইয়েমেনে নতুন করে বিমান হামলা চালায়, যা প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর দেশটির বিরুদ্ধে প্রথম অভিযান।

গত সপ্তাহে ট্রাম্প হুতিদের সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার হুমকি দেন এবং গোষ্ঠীটিকে সহায়তা অব্যাহত রাখলে ইরানকেও কঠোর পরিণতি ভোগের হুঁশিয়ারি দেন।

Share this news on:

সর্বশেষ

img
এক মুহূর্তের জন্যও চেয়ারে কোমর ঠেকাইনি : সালমান Mar 29, 2025
অস্ট্রেলিয়া মালয়েশিয়া ও ব্রুনাইয়ে ঈদ হতে পারে সোমবার Mar 29, 2025
বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগে মার্কিন প্রতিবেদন প্রকাশ Mar 29, 2025
ঈদের ছুটি পেলেও করছে আন্দোলন,তবে কেন? Mar 29, 2025
শাকিবের জন্মদিনে ছেলেকে নিয়ে পাল্টাপাল্টি পোস্ট অপু,বুবলীর Mar 29, 2025
সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে শাকিবের 'চাঁদ মামা' Mar 29, 2025
ভোক্তা অধিকারের কর্মকর্তার প্রশংসা করে যা বললেন আসিফ Mar 29, 2025
img
আমার কলিজার টুকরা, জান তুমি, কার উদ্দেশ্যে একথা বললেন মাহি? Mar 29, 2025
img
এনসিপির যুব উইং গঠনের প্রস্তুতি, উপ-কমিটি গঠন Mar 29, 2025
img
জোভানের নতুন সঙ্গী কলকাতার অভিনেত্রী, আসছে ‘বেস্ট ফ্রেন্ড ৩.০ Mar 29, 2025