সুরের জগৎ কাঁপানো অরিজিৎ সিংহ এবার ক্যামেরার পেছনে। গায়ক হিসেবে তিনি যতটা নির্লিপ্ত, পরিচালক হিসেবে যেন ততটাই কর্মচঞ্চল। ভোর পাঁচটা থেকে বোলপুর, ইলামবাজার, আউশগ্রাম—জেলা পেরিয়ে চলছে তাঁর লোকেশন রেকি। আর এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়ে উঠেছে তাঁর এক ঝলকের ভিডিও।
ভক্তরা অবাক! মাথা-মুখ গামছায় ঢাকা থাকলেও চোখে-মুখেই স্পষ্ট, এটা সেই অরিজিৎ সিংহ—যার গান শুনে ঘুম ভাঙে, আবার রাত কাটে। গাড়িতে পাশে তাঁর স্ত্রী। ছায়ার মতো অনুসরণ করছেন ক্যামেরা, জনতা আর উত্তেজনায় থরথর এলাকার বাসিন্দারা। একজন বলেন, “শান্তিনিকেতনে এলে আমার বাড়ি একবার এসো।” এমন আবেগ আর ভালোবাসার ভিড় ঠেলে গাড়ি চালানোই প্রায় অসম্ভব হয়ে উঠেছিল।
অরিজিৎ বারবার অনুরোধ করছেন, ছবি না তুলতে। ক্যামেরা, ভিড়—এসব থেকে বরাবরই দূরে থাকতে চান তিনি। অথচ ভাগ্যের পরিহাস, পরিচালকের ভূমিকায় এসে সেই আলোয় তাঁকেই আসতে হচ্ছে সামনে।
সম্প্রতি জানা গেছে, বৃষ্টির কারণে কিছুটা পিছিয়েছে শুটিংয়ের সময়সূচি। তবে অরিজিৎ বসে নেই। ইলামবাজার থেকে বর্ধমান—পথে পথে চলছে শুটিংয়ের প্রস্তুতি।
তাঁর প্রথম ছবি ‘সা’ এখনো মুক্তি পায়নি। অথচ ততদিনে দ্বিতীয় ছবি নিয়ে নেমে পড়েছেন তিনি। গুঞ্জন বলছে, দ্বিতীয় ছবির গল্প ছোটদের জন্য। হতে পারে কোনো রূপকথা, কোনো স্বপ্নের জগৎ। অভিনয় কারা করছেন, বিষয়বস্তু ঠিক কী—এখনও মুখ খোলেননি গায়ক-পরিচালক।
কিন্তু যা-ই হোক, সুরের জাদুকর এবার নিজেই গল্প বলছেন, নিজস্ব ভাষায়, নিজস্ব ভঙ্গিমায়। ভক্তরা অপেক্ষায়—কী ম্যাজিক তিনি এবার আনেন বড়পর্দায়।
এসএন