সামাজিক মাধ্যমে খুব বেশি পোস্ট করতে বা লিখতে দেখা যায় না লিওনেল মেসিকে। তবে ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার দাপুটে জয়ের পর সতীর্থদের অভিনন্দন জানিয়ে বার্তা দেওয়ার সুযোগ হাতছাড়া করেননি দেশটির বিশ্বকাপ জয়ী অধিনায়ক। এই ম্যাচের আগে আর্জেন্টিনাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়াকে যেন একটু খোঁচাও দিলেন তিনি।
বিশ্বকাপ বাছাইয়ে এই মাসের দুটি ম্যাচে অধিনায়ক মেসি, লাউতারো মার্তিনেস, পাওলো দিবালাসহ বেশ কিছু ফুটবলারকে পায়নি আর্জেন্টিনা। তাদের ছাড়াই প্রথম ম্যাচে উরুগুয়ের মাঠে ১-০ গোলের জয় পায় বিশ্ব চ্যাম্পিয়নরা।
দ্বিতীয় ম্যাচে, বাংলাদেশ সময় বুধবার সকালে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগেই ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা নিশ্চিত হয়ে যায় আর্জেন্টিনার। ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বীদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করে ৪-১ গোলের দুর্দান্ত জয় তুলে নেয় লিওনেল স্কালোনির দল।
বার্সেলোনার হয়ে এই মৌসুমে দারুণ সময় কাটানো রাফিনিয়া ম্যাচের আগে বলেছিলেন, “আর্জেন্টিনাকে আমরা হারাব… অবশ্যই! পর্যদুস্ত করব ওদের, মাঠের ভেতরে এবং প্রয়োজন পড়লে মাঠের বাইরে। আমি গোল করব… নিজের সবকিছু নিয়েই নামছি আমি…।”
ম্যাচের পর আর্জেন্টিনার মিডফিল্ডার এন্সো ফের্নান্দেস ও ফরোয়ার্ড হুলিয়ান আলভারেসের কণ্ঠে ছিল রাফিনিয়াকে জবাব দেওয়ার তৃপ্তি। বুধবার মেসির ইনস্টাগ্রাম পোস্টেও যেন মিশে রইল সেই ইঙ্গিত।
“এই জাতীয় দল মাঠের ভেতরে, বাইরে, যেখানেই হোক না কেন, সবসময় ফুটবল দিয়েই জবাব দেয়। গত রাতের দুর্দান্ত ম্যাচ ও উরুগুয়ের বিপক্ষে জয়ের জন্য অভিনন্দন।”
এসএস/এসএন