গণহত্যার বিচারের আগে আ. লীগকে নিষিদ্ধ করতে হবে: রাশেদ খান

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেছেন, রাষ্ট্র সংস্কার এবং গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এটা না হলে দেশের জনগণ এই সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করবে।

বুধবার (২৬ মার্চ) কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

রাশেদ খান বলেন, ৩৬ দিনের আন্দোলনে হাসিনার পতন হয়নি, এটি ছিল একটি ধারাবাহিক প্রক্রিয়া। এতে বিএনপি, জামায়াত, ছাত্রদল, ছাত্রশিবির এমনকি সাধারণ মানুষের স্বত:স্ফূর্ত অংশগ্রহণ ছিল, যার ফলে হাসিনা পতন ত্বরান্বিত হয়।

এনসিপি (ন্যাশনাল পিপলস পার্টি) প্রসঙ্গে রাশেদ খান বলেন, তাদের সবচেয়ে বড় ভুল ছিল সেনাবাহিনীকে উসকানি দিয়ে আরেকটি ১/১১ সৃষ্টির পাঁয়তারা করা। বাংলাদেশে গণ অধিকার পরিষদ কোনো ১/১১ হতে দিবে না।

এসময় তিনি হাসনাত আব্দুল্লাহ-সার্জিসের বিষয়ে বলেন, সেনাবাহিনী তাদের ডাকেনি, তারা স্বপ্রণোদিত হয়ে গিয়েছিলেন। মোবাইল ম্যাসেজ তার বড় প্রমাণ।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গণ অধিকার পরিষদ খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল, কেন্দ্রীয় কর্মসূচি ও নিরাপত্তা বিষয়ক সম্পাদক আহসান হাবিব, যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি শাকিল আহমেদ তিয়াস এবং গণ অধিকার পরিষদ কুষ্টিয়ার সাধারণ সম্পাদক তৌকির আহমেদ প্রমুখ।

এফপি

Share this news on: