বিএনপির কমিটি থেকে ৫ নেতার নাম প্রত্যাহার, প্রতিবাদে সড়ক অবরোধ

নাটোরে জেলা বিএনপির আহবায়ক কমিটিতে সদস্য পদ থেকে পাঁচ নেতার নাম প্রত্যাহারের প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

বুধবার(২৬ মার্চ) সন্ধ্যায় জেলা বিএনপির আহবায়ক কমিটি থেকে ৫ নেতার নাম প্রত্যাহারের পর শহরের দিঘাপতিয়া, দত্তপাড়া এবং বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে শত শত বিএনপি নেতাকর্মী।

বিক্ষুব্ধ নেতাকর্মীরা বলেন, ১৭ বছরের ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাদের আহবায়ক কমিটিতে নাম দিয়ে তা প্রত্যাহার করা নেতাদের জন্য অপমানজনক এবং মানহানিকর।

বিএনপি কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্যে তারা বলেন ,রাজপথের ত্যাগী,নির্যাতিত, লাঞ্ছিত এবং সংগ্রামী নেতাদের জেলা কমিটিতে যাচাই-বাছাই করে অন্তর্ভুক্ত করার পরে কীভাবে তা প্রত্যাহার করা হলো সেটি তদন্ত হওয়া উচিত।যদি প্রত্যাহার করা নেতাদের পুনরায় পদ দেওয়া না হয় তাহলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন বিএনপি তৃণমূলের নেতাকর্মীরা।

উল্লেখ্য: গত ২৪ মার্চ বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী স্বাক্ষরিত ৩৬ সদস্য বিশিষ্ট নাটোর জেলা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন করা হয়। কমিটি অনুমোদনের ৩০ ঘণ্টার পর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী স্বাক্ষরিত এক চিঠিতে জেলা বিএনপি’র আহবায়ক কমিটি থেকে এ হাই তালুকদার ডালিম, রাসেল আহম্মেদ রনি,ফয়সাল আহম্মেদ আবুল,শামসুল ইসলাম রনি, সানোয়ার হোসেন তুষারের নাম প্রত্যাহার করা হয়।

এফপি

Share this news on: