বিলাসিতা, নিরাপত্তা ও বিশ্বজোড়া আকর্ষণের এক শহর দুবাই। বিলাসবহুল লোকেশন, অন্যদিকে ইন্টারন্যাশনাল এক্সেস, দুবাই এখন শিল্প ও বিনোদনের এক মিলনক্ষেত্র হয়ে উঠেছে। সম্প্রতি টলিউড সেলিব্রিটিদের দ্বিতীয় ঘর হয়ে উঠছে দুবাই। ট্যাক্স ফ্রি সুবিধা, অত্যাধুনিক অবকাঠামো ও বিশ্বমানের প্রোডাকশন ফ্যাসিলিটির কারণে দুবাই এখন তেলেগু ইন্ডাস্ট্রির জন্য এক নতুন কর্মক্ষেত্র।
মহেশ বাবু ও অল্লু অর্জুন ইতিমধ্যেই দুবাইতে বিলাসবহুল বাড়ি কিনেছেন। এটলিও এখন দুবাইতেই আছেন। অল্লু অর্জুন-কে নিয়ে এক বিশাল প্রোজেক্ট প্ল্যান করছেন তিনি। এককথায় দুবাই এখন টলিউড এর নতুন ওয়ার্কস্টেশন। একারণে বহু আসন্ন তেলেগু ছবি দুবাইতে শুটিং হবে।
শুধু টলিউড নয়, বলিউড তারকা যেমন সনু নিগাম, বিবেক ওবেরয়, আর. মাধবন ইতিমধ্যেই দুবাইবাসী। এখন তেলেগু তারকারাও সেই পথেই হাঁটছেন, দুবাইকে ভারতীয় বিনোদন জগতের এক আন্তর্জাতিক কেন্দ্র বানাচ্ছেন।
কোনও ইনকাম ট্যাক্স না থাকা, ভারতে দ্রুত যাতায়াতের সুবিধা, গ্লোবাল নেটওয়ার্কিং ও প্রাইভেসি, বিলাসিতা + সিকিউরিটি ইত্যাদি সুবিধার কারণে দুবাইকেই বেছে নিচ্ছেন তারকারা।
এসএম/টিএ