আফরান নিশোর ক্যারিয়ার শুরু বিজ্ঞাপন দিয়ে। এরপর আসেন নাটকে। তুমুল জনপ্রিয়তা অর্জন করে এরপর পা রাখেন চলচ্চিত্র জগতে। প্রথম ছবিতেই বাজিমাৎ করেন।
এবার ঈদে আসছে তাঁর দ্বিতীয় ছবি। ইতোমধ্যে ছবিটি ঘিরে দর্শক আগ্রহ তুঙ্গে। এবার জানা গেল, ছবিতে নিজের কণ্ঠে গানও গেয়েছেন নিশো।
গানের কথা– ’তোমাদের চোখে দাগি/সমাজের চোখে দাগি/যতবার খুশি মার, ততবার বার জাগি’। ঠিক যেন ’দাগি’ সিনেমার দাগি হয়ে নিজের কথাগুলোই বলেছেন গানে গানে। ২৬ মার্চ রাতে গানটি প্রকাশ পেয়েছে অনলাইনে। রাসেল মাহমুদের কথায়, গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আরাফাত মহসীন নিধি।
গানে মূলত নিধির সঙ্গে কিছু অংশ গেয়েছেন নিশো।
গানটিতে আফরান নিশোর কণ্ঠ দেয়ার পরিকল্পনাটা হঠাৎ করেই। নিশো জানতেন না কিছুই। অভিনেতার মতে, এটা তার জন্য একরকম সারপ্রাইজই ছিল। তিনি বলেন, ‘প্রযোজক শাহরিয়ার শাকিল একদিন আমাকে গানটির একটা ডেমো ভার্সন শুনিয়ে জানতে চাইল কেমন লেগেছে।
আমি বললাম, ক্যাচি অ্যান্ড পাওয়ারফুল। গানটা নিয়ে কী করা যায়? এটা ভাবতে ভাবতে এক সময় আমাকে জানানো হয়, গানটিতে আমি কণ্ঠ দিলে কেমন হয়?’
গানটির কথা সাজানো হয়েছে একজন দাগির দৃষ্টিকোন থেকে। তাই সংশ্লিষ্টরা চেয়েছেন ’দাগি’ সিনেমার দাগি যিনি, তার কণ্ঠেই গানটি সবচেয়ে বেশি মানায়। নিশো বলেন, ‘গানটিতে কণ্ঠ দেয়ার যে কারণগুলো আমার বেশ যৌক্তিক মনে হয়েছে বলেই আমি কণ্ঠ দিতে রাজি হয়েছি। আরও কিছু সংযোজন–বিয়োজনের পর গানটিতে ভয়েস দেই।’
‘দাগি’ সিনেমাটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। এতে আফরান নিশো একজন দাগি আসামির চরিত্রে অভিনয় করেছেন। তার বিপরীতে রয়েছেন তমা মির্জা। গেল বছরের সুপারহিট ‘সুড়ঙ্গ’ সিনেমার পর আবারও জুটি হয়ে ফিরছেন তারা। এছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতুসহ অনেকে।
আরএ/টিএ