বরিশালে নোঙ্গর করা লঞ্চে আগুন

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট বন্দরের ইস্টিমারঘাট লঞ্চ ঘাটে নোঙ্গর করা এমভি সায়মুন-১ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা রাতেই আগুন নিয়ন্ত্রনে আনেন। তবে এর মধ্যেই লঞ্চের অবকাঠামোর ওপরের একটি অংশ পুড়ে যায়।

আজ শুক্রবার (২৮ মার্চ) ভোররাতের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তবে এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এমনকি কিভাবে আগুন লেগেছে, তাও কেউ নিশ্চিত করে বলতে পারেননি।

মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেন, ‘এমভি সায়মুন-১ লঞ্চটি মেহেন্দিগঞ্জের পাতারহাটের উদ্দেশে যাত্রী নিয়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বরিশাল নৌবন্দর ত্যাগ করে। রাতেই লঞ্চটি পাতারহাট বন্দরের ইস্টিমারঘাট লঞ্চ ঘাটে সব যাত্রীদের নিরাপদে নামিয়ে দেয়। একইসঙ্গে সেই ঘাটেই লঞ্চটি নোঙ্গর করেছিল।’

তিনি আরো বলেন, ‘আজ শুক্রবার ভোরে পাতারহাট থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে ছেড়ে আসার কথা। কিন্তু রাত আনুমানিক ৩টার দিকে লঞ্চটিতে আগুন ধরে যায়। তখন লঞ্চে থাকা স্টাফদের ডাকচিৎকারে আশপাশের লোক জড়ো হন।

তারা ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কিভাবে আগুন লেগেছে, তা কেউ বলতে পারছেন না। এই ঘটনায় হতাহতেও কোনো খবর কেউ নিশ্চিত করে বলতে পারছে না। লঞ্চটি বরিশালের উদ্দেশে নিয়ে আসা হচ্ছে।’

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ