থাইল্যান্ডে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হচ্ছে না।
শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থাইল্যান্ড সফরের সূচি প্রকাশ করেছে।
এতে আগামী ৩ এপ্রিল থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রার সঙ্গে নরেন্দ্র মোদী দ্বিপক্ষীয় বৈঠক করবেন। ওই সূচিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের বিষয়ে কিছু জানানো হয়নি।
২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যে ঢাকা একটি বৈঠকের অনুরোধ করেছিল।
২০১৮ সালে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত চতুর্থ বিমসটেক শীর্ষ সম্মেলনের পর আসন্ন বিমসটেক শীর্ষ সম্মেলন হবে নেতাদের মধ্যে প্রথম শারীরিক বৈঠক। থাইল্যান্ড আঞ্চলিক গোষ্ঠীর বর্তমান সভাপতি।
বিবৃতিতে বলা হয়েছে যে, নেতারা বিমসটেক কাঠামোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রাতিষ্ঠানিক এবং সক্ষমতা বৃদ্ধির পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন।
“ভারত আঞ্চলিক সহযোগিতা এবং অংশীদারিত্ব জোরদার করার জন্য বিমসটেক-এ বেশ কয়েকটি উদ্যোগ গ্রহণ করছে,” ওই বিবৃবিতে উল্লেখ করা হয়েছে।
সূচিতে বলা হয়েছে, আগামী ৩ এপ্রিল বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড যাবেন। পরের দিন তিনি সরকারি সফরে ব্যাংকক থেকে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় যাবেন।
এফপি/টিএ