ভয়াবহ ভূমিকম্প, মুহূর্তেই ধসে পড়ল ভবন

মিয়ানমারের মধ্যাঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের প্রভাবে ব্যাংককে একটি নির্মাণাধীন বহুতল ভবন মুহূর্তেই ধসে পড়ে। উত্তর ও মধ্য থাইল্যান্ডেও ভূমিকম্পের ভয়াবহ কম্পন অনুভূত হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ভবনগুলো কাঁপছে এবং আতঙ্কিত মানুষজন রাস্তায় ছোটাছুটি করছেন।
 
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, একটি বিশাল বহুতল ভবন সম্পূর্ণরূপে ধসে পড়েছে। স্থানীয়রা এই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করেন এবং অনেকেই আতঙ্কে নিরাপদ স্থানে চলে যান।

আরেকটি ভিডিওতে দেখা গেছে, একটি বড় ভবনের ছাদ থেকে সুইমিং পুলের পানি নিচে পড়ছে। অন্য এক ভিডিওতে একটি ছোট সুইমিং পুলের পানি প্রচণ্ডভাবে দুলছে ও ছিটকে পড়ছে, যা দেখতে সুনামির মতো মনে হচ্ছিল।

পর্যটন শহর চিয়াং মাইয়ের বাসিন্দা ডুয়াংজাই বলেন, আমি ঘুমিয়ে ছিলাম, হঠাৎ ভূমিকম্পের কম্পন টের পেয়ে যত দ্রুত সম্ভব ভবন থেকে দৌড়ে বেরিয়ে আসি।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মিয়ানমারের সাগাইং শহরের ১৬-১৮ কিলোমিটারের মধ্যে, যা রাজধানী নেপিদো থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে।
 
শুক্রবার মিয়ানমারের মধ্যাঞ্চলে পরপর দুটি বড় ভূমিকম্প আঘাত হানে—একটি ৭.৭ মাত্রার এবং অপরটি ৬.৮ মাত্রার। দুপুর ১২টা ২৫ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.৭ এবং উৎপত্তিস্থল ঢাকা থেকে ৫৯৭ কিলোমিটার দূরে।

Share this news on: