‘কৃষ ৪’ দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন হৃতিক

১৯ বছর আগে মুক্তি পাওয়া কৃষ ফ্র্যাঞ্চাইজি নিয়ে দর্শকের আগ্রহের কমতি নেই। ধাপে ধাপে তিন কিস্তি এসেছে এবং সেগুলো দর্শকের মন জয় করে নিয়েছে। এর পর থেকেই তারা অপেক্ষা করছেন ফ্র্যাঞ্চাইজিটির চতুর্থ কিস্তি ‘কৃষ ৪’ এর। এরমধ্যে সিনেমাটি নিয়ে নানা জটিলতা দেখা দিয়েছিল।

পরিচালক এবং বাজেট সংক্রান্ত নানা ঝামেলায় সিনেমাটির শুটিং শুরু হতে দেরি হচ্ছিল।এবার চমকপ্রদ খবর হলো, ‘কৃষ ৪’ পরিচালনা করবেন ফ্র্যাঞ্চাইজিটির মূল নায়ক হৃতিক রোশন। এই সিনেমার মধ্য দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন এই অভিনেতা। এমনটা নিশ্চিত করেছেন তার বাবা ও নির্মাতা রাকেশ রোশন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে রাকেশ রোশন লিখেন, ‘ডুগু ২৫ বছর আগে আমি তোমাকে একজন অভিনেতা হিসেবে লঞ্চ করেছিলাম, এবং আজ আবার ২৫ বছর পর দুই চলচ্চিত্র নির্মাতা আদিত্য চোপড়া এবং আমি তোমাকে পরিচালক হিসেবে লঞ্চ করছি আমাদের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী ছবি ‘কৃষ ৪’-কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। শুভকামনা এবং আশীর্বাদসহ এই নতুন অবতারে তোমাদের সকলের সাফল্য কামনা করছি!’
 
সম্প্রতি এক পোর্টালে কথোপকথনে এই প্রবীণ পরিচালক বলেন, ‘আমি আমার ছেলে হৃতিক রোশনের হাতে ‘কৃষ ৪’-এর পরিচালক হওয়ার দায়িত্ব অর্পণ করছি, যিনি এই ফ্র্যাঞ্চাইজিটি শুরু হওয়ার পর থেকে আমার সাথে বেঁচে আছেন, শ্বাস নিয়েছেন এবং স্বপ্ন দেখেছেন। পরবর্তী দশকগুলিতে দর্শকদের সাথে কৃষের যাত্রা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হৃতিকের একটি স্পষ্ট এবং অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী দৃষ্টিভঙ্গি রয়েছে।’

হৃতিকের কৃতিত্বের জন্য তিনি গর্বিত উল্লেখ করে তিনি আরো বলেন, কৃষ বিশ্বজুড়ে দর্শকদের বিনোদন দিয়েছেন এবং হৃতিক এখন এই সুপারহিরো গল্পের পরবর্তী অধ্যায়গুলি প্রকাশ করবেন এবং বহু বছর আগে আমার তৈরি দৃষ্টিভঙ্গিকে আরও উচ্চতায় নিয়ে যাবেন।

জানা গেছে, ‘কৃষ ৪’ বর্তমানে প্রাক-প্রযোজনা পর্যায়ে রয়েছে। ২০২৬ সালের শুরুর দিকে সিনেমাটির শুটিং শুরুর কথা রয়েছে। হৃতিক রোশন বা রাকেশ রোশন কেউই এখনো অন্য কোনো প্রজেক্ট নিশ্চিত করেননি।


এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
ভারতকে ঘিরে ফেলতে চীনকে আমন্ত্রণ জানাচ্ছে বাংলাদেশ: কংগ্রেস Apr 02, 2025
img
সৎ বাবার চাপে রাস্তায় ভিক্ষে করে কেটেছে শৈশব Apr 02, 2025
img
শিশুর পেটে গুলি ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে গেল Apr 02, 2025
img
বিচ্ছেদ গুঞ্জন অতীত! Apr 02, 2025
img
যারা গুপ্ত রাজনীতি করে তাদের প্রতি শুভকামনা নেই: ছাত্রদল সভাপতি Apr 02, 2025
img
তথ্য উপদেষ্টার বাবার ওপর হামলায় এ্যানির দুঃখ প্রকাশ Apr 02, 2025
img
নতুন রাজনৈতিক দলটির নেতৃবৃন্দদের চাপে প্রধান উপদেষ্টা জুনের মধ্যে নির্বাচনের কথা বলছেন: নাছির Apr 02, 2025
img
নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে বাসের ধাক্কা, নিহত ৩ Apr 02, 2025
img
হাঁটা-চলার জায়গাও ছিল না চিড়িয়াখানায়, দর্শনার্থী প্রায় দুই লাখ Apr 02, 2025
img
সিলেটে মধ্যরাতে বিএনপি-যুবদল সংঘর্ষ Apr 02, 2025